"দ্য কম্পাউন্ড এফেক্ট" বইটির অনুবাদকের কথা অংশ থেকে নেয়াঃ
“ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু জল, গড়ে তােলে মহাদেশ, সাগর অতল।” এই প্রবাদটি আমরা কমবেশি সবাই শুনেছি। কেউ কেউ বিদ্যালয়, কলেজের পরীক্ষায় নম্বর তােলার জন্য পরীক্ষার আগের রাতে ভাব সম্প্রসারণ আকারে মুখস্থ করেছি। কিন্তু প্রবাদটির শিক্ষা আমাদের মধ্যে কতটুকু প্রভাবিত তার ব্যাখ্যা যদি বলতে বলা হয় তবে উত্তর আসবে, “আসলে ওরকমভাবে কখনাে ভাবা হয়নি।” ড্যারেন হার্ডির দ্য কম্পাউন্ড ইফেক্ট” বইটি আপনাকে প্রবাদটি নিয়ে ভাবাবে। এছাড়াও আমাদের দৈনন্দিন জীবনেও নানা উদাহরণ দেখা যায়। আমরা সবাই হয়তাে এই প্রশ্নটির সম্মুখীন হয়েছি, “আজই আপনাকে এক কোটি টাকা দেয়া হবে আর নয়তাে আপনাকে আজ ২ টাকা দেয়া হবে আর তা ১ মাস পর্যন্ত দৈনিক দ্বিগুণ হারে বাড়বে। আপনি কোনটি নিবেন?” প্রাথমিকভাবে অনেকেরই উত্তর হয় আমি এক কোটি টাকা নিবাে। আরে সেই ব্যক্তিকে তখন বােকা সাব্যস্ত করা হয়। হিসাব করে দেখুন- ২য় অপশনটি নিলে মাস শেষে কত টাকা আসে? এই হিসাবের কাজটি আপনার মঙ্গলের জন্য আপনার ওপরই ছেড়ে দেয়া হলাে। আমি আপনাকে হিসাবের গভীরে লুকিয়ে থাকা গল্পটি বলতে চাই। আমাদের মঙ্কি এমনভাবেই স্বয়ংক্রিয় যে, আমরা জীবনে সংক্ষিপ্ত, সহজ ও সরল পথ খুঁজি। কিন্তু সফল ব্যক্তিগণ তা করেন না। আরেক কথায়, সংক্ষিপ্ত, সহজ ও সরল পথ দিয়ে সফল হওয়া যায় না। প্রয়ােজন শ্রম, সময় ও ধৈর্য। আপনি দৈনিক ১০ পৃষ্ঠা করে বই পড়লে মাস শেষে আপনার ৩০০ পৃষ্ঠা বই পড়া হয়ে যাচ্ছে, বছর শেষে ৩৬০০ পৃষ্ঠা হয়। দৈনিক ১০ মিনিট করে ব্যায়াম করলে সমানুপাতিক হিসাব। একই উদাহরণ অন্য সকল কাজের ক্ষেত্রে প্রযােজ্য। হ্যা! সকল কাজ। আমাদেরকে আর কিছু এখন করবাে না এমন মানসিকতা বদলাতে হবে। এই কথাটি আমাদের পিতামাতা, শিক্ষকসহ শ্রদ্ধেয়ভাজন অনেকেই বললেও তা শুনতে আমাদের ভালাে লাগতাে না। উপদেশ শােনা প্রায় সকলের কাছেই তিক্ত অভিজ্ঞতা। কিন্তু সেই একই উপদেশ যদি নানা কৌতূহলী বা ঘটনার সাথে যুক্তি সহকারে উপস্থাপন করা হয় তাহলে ‘উপদেশ’ শব্দটা থেকে তিক্ততা বাষ্প হয়ে হাওয়ায় মিশে যায়। ড্যারেন হার্ডি সেই তিক্ততা হাওয়ায় তাে মিশিয়েছেনই, বরং তিনি সকল ব্যাপারগুলাে এমন বাস্তবিকভাবে উপস্থাপন করেছেন যে, যেই উপদেশ আগে আমরা শুনলে আরাে পিছু হটতাম সেই একই উপদেশ শুনে সাথে সাথে কাজে লেগে যাওয়ার শক্ত অনুভূতি তৈরি হবে। তাই ও আপনার জন্য রইলাে শুভ কামনা।