ফ্ল্যাপের কিছু কথাঃ ইংল্যান্ডের বিখ্যাত লেখক রাসকিন বন্ড-এর নাম দুনিয়া জোড়া। বিশেষত শিশুদের জন্য মনোমুগ্ধকর অষংখ্য গল্প রচনা করে তিনি শিশুকিশেঅরদের হৃদয় জয় করে নিয়েছেন। তাঁর গল্পে সৃজনশীলতা, দরদী পারিপার্শ্বিক বর্ণনা এবং বাস্তব জীবনের নানাবিধ অভিজ্ঞতার যে উজ্জ্বল উপস্থাপনা তা অনন্যসাধারণ। ‘দ্য চেরি ট্রি এন্ড গ্র্যানি’স গ্লাসেস’ দুটি গল্পের মধ্যেই যথেষ্ট শিক্ষণীয় বিষয় রয়েছে।
দুটো গল্পের মধ্যেই প্রকৃতির প্রাধান্য দেখতে পাওয়া যায় এবং সেখানে প্রাকৃতিক বিভিন্ন বিষয় এত স্পষ্ট যে মনেই হয় না গল্প পড়ছি। মনে হবে পাঠক নিজেই সেই প্রকৃতির মধ্যে উপস্থিত রয়েছেন। সেক্ষেত্রে গল্প দুটো পড়ে প্রকৃতির প্রতি এক অদ্ভুত ভালবাসা অনুভব করা যায়। ‘দ্য চেরী ট্রি’-র গল্পটি একটি ছোট্ট চেরী গাছকে কেন্দ্র করে রচিত। গাছটির রোপণ, তার একটু একটু করে বেড়ে ওঠা, তার প্রতি রাকেশের যন্ত্র, ভালবাসা সব কিছুই গল্পটিতে এক অসাধারণ প্রাকৃতিক পরিবেশে বর্ণিত যা পাঠককে নিসর্গের সান্নিধ্যে নিয়ে যেতে বাধ্য। অন্যদিকে ‘গ্র্যানি’স গ্লাসেস’ গল্পটিতে নতুন চশমা কেনার জন্য নানি ও নাতির দীর্ঘ ভ্রমণ বর্ণিত হয়েছে। তারই মধ্যে নানি ও নাতির মধ্যকার বিভিন্ন মধুর চিত্র সংলাপের মাধ্যমে মানসপটে সুস্পষ্ট হয়ে ফুটে ওঠে এবং গল্পটির শেষে সবকিছু পরিষ্কার ভাবে দেখতে পাওয়ার আনন্দে নানির শিশুসুলভ সংলাপগুলো পাঠকের মনে অন্যরকম নির্মল আনন্দ বয়ে আনবে। মূলত দুটো গল্পের মধ্যেই যে নিসর্গ প্রেম ও মানবিকতা চিত্রিত হয়েছে তা শিশু-কিশোরতো বটেই যে কোন পাঠকের জন্যই উপভোগ্য ও অনুপ্রেরণাদায়ক হবে।