আজকের এই বিপর্যস্ত সমাজে একজন কেয়ারিং হাজব্যান্ড বা একজন কেয়ারিং ওয়াইফ পাওয়া সত্যিই সৌভাগ্যের ব্যাপার। ছেলে কি মেয়ে সবাই চায় তার জীবনে একজন কেয়ারিং লাইফ পার্টনার জুটুক। তাই একজন দ্বীনি লাইফ পার্টনার হিসেবে নিজেকে এবং স্পাউসকে গড়ে তুলতে অনেকেই বিভিন্ন রকম চেষ্টা করে থাকেন। কিন্তু এ যাত্রায় অনেকেই ক্লান্ত শ্রান্ত, আবার অনেকেই ব্যর্থ।
সমাজে দিনকে দিন স্বামী-স্ত্রীর মাঝে সংসার জীবনের প্রকৃত লক্ষ্য হারিয়ে যাচ্ছে, বরকত কমে যাচ্ছে, ডিভোর্সের সংখ্যাও বেড়ে যাচ্ছে, শুধু ঢাকা শহরেই প্রতিদিন গড়ে ৩৯ জনের ডিভোর্স হচ্ছে; বাড়ছে বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম ও অশ্লীলতা।
এমতাবস্থায় শুধু এইসব সমস্যার সমাধানই নয়, একটি সুখী দাম্পত্য জীবনকে আরও সুন্দর ও আরও বৈচিত্র্যময় করে তুলতে ‘দ্য কেয়ারিং হাজব্যান্ড’এবং ‘দ্য কেয়ারিং ওয়াইফ’বই দুটো খুবই কার্যকরী ভূমিকা পালন করবে- ইনশাআল্লাহ।
বই দুটোতে একজন ভালো স্বামী এবং একজন ভালো স্ত্রী হওয়ার বিভিন্ন গবেষণামূলক উপায়গুলো খুঁজে বের করে তা সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করা হয়েছে।