স্কুল শেষে বাসায় ফিরতেই ছোট্ট ব্রুনো দেখল সবাই গোছগাছ করছে, বাবার বদলি হয়ে গেছে, অন্য কোথাও যেতে হবে তাদেরকে। নতুন জায়গায় গিয়ে খুবই হতাশ হলো সে। খেলার কোন সঙ্গি নেই। যতদূর চোখ যায় কাঁটাতারের বিশাল বেড়ায় ঘেরা পুরোটা জায়গা। ওপাশের সবকিছুকে সযত্নে দূরে সরিয়ে রেখেছে সেই কণ্টক প্রাচীর। কিন্তু চুপ করে বসে রইল না ব্রুনো। অজানাকে জানার জন্যে খুঁজতে থাকলো উপায়। ডোরাকাটা পায়জামা পরা এক ছেলের সাথে দেখা হলো তার, কিছুদিনের মধ্যেই হয়ে গেল বন্ধুত্ব। কিন্তু এর পরিণতি কি হবে তা তার জানা নেই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে লেখা জন বয়েনের দ্য বয় ইন দি স্ট্রাইপড পাজামাস একটি অসাধারণ আর হৃদয়স্পর্শি করা মানবিক গল্প। যে গল্প পাঠকের কোমল হৃদয়কে ছুঁয়ে যাবে, উপলব্ধি করতে বাধ্য করবে যুদ্ধের নৃশংসতা।