`দ্য বস ইজ অলওয়েজ রাইট' বইয়ের ফ্ল্যাপে লিখা রুল নম্বর ১ : দ্য বস ইজ অলওয়েজ রাইট। রুল নম্বর ২: ইফ দ্য বস ইজ রং, সি রুল নম্বর ওয়ান। এটাই জগতের নিয়ম। বস কখনও ভুল করেন না। বস ভুল করলেও তা বলা উচিত নয়। তাহলেই উন্নতি হবে চাকরিতে। তো বস যখন সব সময় রাইট থাকেন, তখন নানা ধরনের বিপদও হয়। সেসব নিয়ে হাসির গল্প লিখেছেন আনিসুল হক। এই বই প্রধানত হাসির গল্পের বই। তবে প্রেমের গল্প কিংবা জীবনের অন্যতর উপলব্ধির গল্পও এটাতে থাকল।
আনিসুল হক
আনিসুল হক ৪ মার্চ ১৯৬৫ সালে রংপুরের নীলফামারীতে জন্মগ্রহণ করেন। তিনি রংপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়, রংপুর জিলা স্কুল, রংপুর কারমাইকেল কলেজ এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ছাত্রাবস্থা থেকেই সাহিত্য ও সাংবাদিকতার প্রতি তাঁর আগ্রহ ছিল, এবং তিনি বিসিএস পরীক্ষা দিয়ে প্রকৌশলী হিসেবে সরকারি চাকরিতে যোগ দিলেও ১৫ দিনের মধ্যে সাংবাদিকতায় ফিরে আসেন। বর্তমানে তিনি একটি প্রথম শ্রেণির জাতীয় দৈনিকে সহযোগী সম্পাদক হিসেবে কর্মরত। সাহিত্যে তাঁর অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, সিটি আনন্দ-আলো পুরস্কার, খালেকদাদ চৌধুরী পদক, সুকান্ত পদক, এবং ইউরো সাহিত্য পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা লাভ করেছেন।