ঠোঁট প্রসারিত করে হাসা খুবই সোজা। কিন্তু, যতক্ষণ না সেই হাসিটা মন থেকে আসছে, তুমি অভিনয় করে নিজের সাথে জিততে পারবে না। হাস্যোরসযুক্ত মানুষ অনেক বেশি খুশি থাকেন। এর পেছনে প্রধান কারণ, লাইফের বাজে পরিস্থিতি -গুলোকে হালকাভাবে নিতে পারা। ওই পরিস্থিতিতে’- হাস্যোজ্জ্বল থেকে কৌতুক করতে পারাটা বোঝায় তুমি নিজের উপরে নিয়ন্ত্রণ নিতে পেরেছ।