গ্রীষ্মের শেষে ছোট্ট স্ভেত্লানা মা-বাবার সাথে ছুটি কাটাতে গেল এক বাংলো বাড়িতে। বাপ-বেটিতে পরিকল্পনা ছিল অনেক। কিন্তু মা কেন যেন বাধ সাধেন সবতাতেই।
একদিন সকালে ভাঁড়ারঘরে দেখা গেল মায়ের প্রিয় নীল পেয়ালাটা ভেঙে পড়ে আছে। সন্দেহের বশে বাপ-বেটিকে অনেক বকলেন মা। নাস্তা সেরে হঠাৎ শহরের দিকে মা রওনা হয়ে গেলে স্ভেত্লানা আর বাবা ভাবতে লাগল তাদের খু-উ-ব দুঃখের জীবনটা নিয়ে। সিদ্ধান্ত নিয়ে ফেলল তক্ষুণি তারা বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে যে দিকে দু’চোখ যায়।
যেই ভাবা সেই কাজ। স্ভেত্লানা তার গোলাপি ফ্রকটা পরে নিল। আর বাবা তার ঝোলার ভেতর ভরে নিল পাউরুটি, আপেল, তামাক, এক বাক্স দেশলাই আর একটা ছুরি। মেয়ের কথা মতো একটা লাঠিও নিতে হলো বাবাকে, পলকান নামে একটা ভয়ানক কুকুরের হাত থেকে বাঁচার জন্য।
রওনা হয়ে গেল তারা অজানা উদ্দেশে।
পথিমধ্যে তারা দেখা পেল নানা বয়সী মানুষের।
ঘটতে লাগল মজার মজার সব ঘটনা।
কি ঘটল জানতে পড়তে হবে এই বইটি।