ডিমোশন পেয়ে নিজ বাড়িতে সময় কাটাচ্ছিল ডিটেকটিভ হ্যারি বশ। একদিন রাতে হঠাৎ করেই খবর এলো লস অ্যাঞ্জেলসের টানেলওয়েতে পাওয়া গিয়েছে একটা অজ্ঞাত লাশ। ঘটনাস্থলে গিয়ে বশ টের পেল লাশটা ভিয়েতনাম যুদ্ধের ওর এক সহযোদ্ধার। কে করল খুনটা? কী রহস্য লুকিয়ে আছে এই খুনের পেছনে? অপরদিকে গোপনে মাটির নিচে টানেল খুঁড়ে শহরের ব্যাংকগুলোতে ডাকাতি করছে একদল ডাকাত। কারা এরা? খুনটার সাথে এদের অথবা ভিয়েতনাম যুদ্ধের কী কোনো সম্পর্ক আছে নাকি পুরোটাই কাকতালীয়? ডিপার্টমেন্ট, এফবিআই ও সরকারী নিষেধাজ্ঞা সত্ত্বেও তদন্তে নেমে বশ মুখোমুখি হল ভয়ানক এক সত্যের। এই চমক জাগানিয়া সত্যের সন্ধান পেতে পাঠককে ডুব দিতে হবে মাইকেল কনেলির এডগার অ্যাওয়ার্ড প্রাপ্ত উপন্যাস দ্য ব্ল্যাক একোতে। আপনাকে আরও একবার মাইকেল কনেলির নিখুঁত তদন্ত প্রক্রিয়া ও অপরাধের বিষণ্ন জগতে স্বাগতম।