মানসম্মান এমন একটা জিনিস যেটা মানুষকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। এবং ভেতরের আত্মতৃপ্তীর ভিত্তি হিসেবেও কাজ করে।
তরতর করে উপরে উঠার মোহে অনেক সময় এই দামি জিনিসটাকেই মূল্যায়ন করতে ভুলে যাই আমরা।
লোভের মোহে হিতাহিত জ্ঞান ভুলে উপরে উঠতে উঠতে এক সময় ভারসাম্য হারিয়ে ফেলি।
ফলস্বরূপ যত দ্রুত উপরে উঠি, ঠিক তার চেয়ে দ্রুত গতিতে নিচে পড়ে যাই।
এর মাশুল দিতে হয় নিজেকেই।
পরিপূর্ণ ও সুন্দর ভাবে বাঁচতে হলে সবকিছু ব্যালেন্স করে চলতে জানতে হয়।জীবনের প্রতিটা অধ্যায়কেই গুরুত্ব দিতে জানতে হয়।কারণ জীবনের একটা অধ্যায় আরেকটা অধ্যায়ের পরিপূরক।
এ জন্যই এক জীবনে সবকিছু একসাথে পাওয়া যায়না।অপেক্ষা,ধৈর্য ও মূল্যবোধের উপর ভিত্তি করেই মানুষ তার প্রাপ্যটুকু অর্জন করে।
নিজের সৎ চেষ্টায় মানুষ যতটুকু পায় ততটুকুর মধ্যেই মূলত কল্যাণ থাকে।
শ্রম ও কষ্ট ছাড়া দ্রুত যে জিনিসগুলো পাওয়া যায় অধিকাংশ ক্ষেত্রেই তা হারিয়েও যায় তাড়াতাড়ি।