বিশিষ্ট সাংবাদিক জগলুল আলমের জন্ম নরসিংদী। জেলার করিমপুর গ্রামে ১৯৫৩ সালে । ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এবং ১৯৭৮ সনে সাংবাদিকতায় এমএ ডিগ্রি লাভের আগে থেকেই তঙ্কালীন সাপ্তাহিক নিউ নেশন পত্রিকায় সাংবাদিক হিসেবে তার হাতেখড়ি। তার সাংবাদিকতার প্রথম শিক্ষক ছিলেন তার ভগ্নিপতি ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক রায়হান উল্লাহ। কর্মজীবনে আতাউস সামাদ, আহমেদ হুমায়ুন, ওয়াহিদুল হক, এবিএম মূসার মতাে সাংবাদিকদের হাতে তার শিক্ষা। নিয়মিত প্রদায়ক হিসেবে বিচিত্রার সম্পাদক শাহাদাৎ চৌধুরীর হাতে তার বিকাশ এবং পরবর্তীকালে হলিডের এনায়েতুল্লাহ খান ও সংবাদের বজলুর রহমানের স্নেহপাশে তার প্রতিষ্ঠা। কাজ করেছেন বাংলাদেশের প্রতিষ্ঠিত প্রায় সব। কাগজে। তিনি ছিলেন দুবাই থেকে প্রকাশিত গালফ নিউজের বাংলাদেশ করেসপন্ডেন্ট। গত কয়েক বছর জগলুল আলম ইনডিপেন্ডেন্ট । পত্রিকার পলিটিক্যাল এডিটর, অর্থনীতি প্রতিদিন। পত্রিকার প্লানিং এডিটর এবং বর্তমানে অনলাইন। পত্রিকা বাংলাদেশফাস্ট ডটকম ও নিউজ ওয়ার্ল্ড ৩৬৫ ডটকম পত্রিকার প্রধান সম্পাদক হিসেবে কাজ । করছেন। ১৯৮৮ সালে তিনি মস্কোর ইন্টারন্যাশনাল ইন্সটিউট। অব জার্নালিজম এবং ১৯৮৯ সালে আমেরিকার সেন্টার ফর ফরেন জার্নালিস্ট থেকে ডিপ্লোমা এবং ১৯৯০-৯১ সালে আমেরিকান ইউনিভার্সিটি অব মেরিলেন্ড, কলেজ পার্ক থেকে ইউএস ফরেন পলিসি মেকিং প্রসেস-এর উপর ফেলােশিপ লাভ করেন। জগলুল আলমের প্রকাশিত বইগুলাের মধ্যে রয়েছে। পেরেস্ত্রইকা: সােভিয়েত সমাজতন্ত্রের রূপান্তর (ইউপিএল), বাংলাদেশের বামপন্থী রাজনীতির গতিধারা (প্রতীক প্রকাশনা সংস্থা), ইমার্জেন্স অব বাংলাদেশ অ্যান্ড বিগ পাওয়ার রােল ইন ১৯৭১ (বেথানি বুকস সুইডেন ও আমেরিকা এবং প্রগতি প্রকাশন, ঢাকা), বার্থ অব বাংলাদেশ ইন । আমেরিকান প্রেস এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের গােপন দলিল (প্রতীক প্রকাশনা সংস্থা) । অন্যদিকে ইউপিএল থেকে প্রকাশিত হয়েছে মওদুদ আহমেদ। প্রণীত সাতটি ইংরেজি বইয়ের বাংলা অনুবাদ যার। সবকটিই জগলুল আলম অনুবাদ করেছেন। বর্তমানে জগলুল আলম খণ্ডকালীনভাবে ঢাকা ও নিউইয়র্কে বসবাস করে লেখালেখির কাজ চালিয়ে যাচ্ছেন ।