বিশ্বের অনেক মহান মহাকবি, লেখক, দার্শনিকের মতাে সান জুর জীবনও রহস্যে ঢাকা। তিনি কোন শতকে জন্মেছেন এটা নিয়ে খানিকটা দ্বিমত রয়েছে, আবার সান জু কি পুরােটা লিখেছেন, না আরও কয়েকজন এতে যােগ করেছেন এটা নিয়ে মতবিরােধ আছে। আমাদের হােমার, শেক্সপিয়রদের কথা মনে পড়বে নিশ্চয়ই। হােমার বা শেক্সপিয়র আদৌ আছেন কি না এটা নিয়ে সন্দেহ অনেকের। কেউ কেউ মনে করেন হােমার নামে একদল কবি ছিলেন বা শেক্সপিয়র অন্য কেউ ছিলেন, এমনকি নারী ছিলেন বলেও অনেকের মত। তেমনি সান জু বলে আসলে কেউ ছিলেন কিনা এটা নিয়ে সন্দেহ অনেকের। কেউ কেউ এটা প্রমাণ করতেও সম হয়েছেন সান জু বলতে কেউ নেই। আবার আর্ট অব ওয়ার শুধু সান জুই লিখেননি বলে রয়েছে মত। কয়েকজন সমরবিদের সমন্বিত লেখাটি সান জুর নামে খ্যাত হয়ে গিয়েছে। এরকম ছােটখাটো দ্বিমত, বিরােধিতা সত্ত্বেও ঐতিহাসিকরা যে সান জুর ছবি এঁকেছেন বেশি তাকে নিয়ে কথা বলার চেষ্টা করি। অতি প্রাচীনকালে, খ্রিষ্টের জন্মের অন্তত পাঁচশাে বছর আগে চি রাজ্যে সান জু নামে একজন সমরবিশারদ ছিলেন। তার প্রজ্ঞা চীনের অন্যান্য প্রদেশেও খ্যাত হয়েছিল। কারাে কারাে মতে আনুমানিক ৫৪৪ খ্রি.পূ, তে সান জুর জন্ম এবং ৪৯৬ খ্রি.পূ. তে মৃত্যুবরণ করেন। আর্ট অব ওয়ার এর আরেকজন প্রধান অনুবাদক ও গবেষক স্যামুয়েল গ্রিফিথ মনে করেন খ্রি.পূ. ৩য় শতক থেকে খ্রি.পূ. ২য় খ্রি.পূ. এর মাঝে সান জু বেঁচেছিলেন।