Sun Tzu খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর সফল জেনারেল এবং সামরিক কৌশলবিদ। তিনি খ্রিস্টপূর্ব ৫৪৪ সালে পূর্বচীনে জন্মগ্রহণ করেন। তিনি Wu রাজ্যের Helu রাজার জেনারেল ছিলেন। তাঁর রচিত The Art of War গ্রন্থ চীনের বিভিন্ন সামরিক বাহিনীর মধ্যে যুদ্ধ-কৌশল বিদ্যা হিসেবে বহুল পঠিত ছিল। অষ্টম শতাব্দীতে জাপানি জেনারেলদের মধ্যেও বইটি খুবই জনপ্রিয় হয়। হো চি মিন ভিয়েতনামের মুক্তি সংগ্রামী বাহিনীতে এ বই পাঠ্য করেছিলেন। মাও সে তুং তাঁর গেরিলা কৌশলে সফলতার পিছনে এ গ্রন্থের প্রভাবের কথা উল্লেখ করেছেন। Napoleon, Joseph Stalin, Fidel Castro এবং General Doglas McArthur যুদ্ধ-কৌশল নির্ধারণে এ গ্রন্থ ব্যবহার করেছেন। মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন শাখায় এটা পাঠ্য। এশিয়া, ইউরোপ এবং আমেরিকার রাজনীতি, ব্যবসা-বাণিজ্য এবং খেলাধুলায় The Art of War-এর বহুল ব্যবহার লক্ষণীয়। ইংরেজিসহ বিশ্বের নানা ভাষায় নানা দেশে এর সংস্করণ হয়েছে দুই শতাধিক। অ্যার্ডনবুকস্ প্রকাশ করল মূল চীনা ভাষাসহ ইংরেজি এবং আ ম ম ফজলুর রাশিদ-এর বাংলা অনুবাদে নতুন বাংলাদেশ সংস্করণ।