লেভ নিকোলায়েভিচ শিশুদের ভালোবাসতেন। তার জমিদারির ভ‚মিদাসদের ছেলেমেয়েদের জন্য তিনি অনেক গল্প লিখেছেন। ছোটদের জন্য লেখা এসব গল্প প্রকাশিত হয়েছে অইঈ এবং ABC Ges Russian Reader নামের দুটি বইয়ে। গ্রিক ও রোমান কাহিনি ও কিংবদন্তি নিজের মতো করে লিখেছেন টলস্টয়। তাঁর বেশি প্রিয় ছিল গ্রিক লেখক ঈশপের কাহিনি ও উপকথা। ঈশপের উপকথাগুলো প্রবাদের মতো করেই লেখা হতো। আবার কখনও তা মনে হবে লোককাহিনির মতো। টলস্টয় এগুলো নিজের মতো করে উপস্থাপন করেছেন। এগুলো রুশ দেশে এতই পাঠকপ্রিয় যে সেদেশে এগুলোকে টলস্টয়ের লেখাই মনে করা হয়। গ্রিক উপকথার কাহিনি শেষ হতো একটা মর্মার্থ বা উপদেশ প্রকাশের মধ্য দিয়ে। টলস্টয় এই নীতি পরিহার করেন। তিনি মনে করেন কাহিনির মর্মার্থ ছেলেমেয়েরা নিজেরাই বার করে নেবে। ঈশপের লেখার বিশ্বস্ত অনুবাদ করার জন্য টলস্টয় গ্রিক ভাষা শেখেন এবং প্রচুর গ্রিক লেখা পড়েন। ঈশপ সম্পর্কে অনেক কিংবদন্তি রয়েছে
লিও টলস্টয়
লেভ টলস্টয়ের জন্ম ১৮২৮ সালে রাশিয়ায়। তাঁর বাবা কাউন্ট নিকোলাই ইলিক টলস্টয় ও মা কাউন্টস মারিয়া টলস্টয়। জীবনের অধিকাংশ সময় কাটে ইয়াসনিয়া পলিয়ানায় মস্কো থেকে ২০০ কি.মি. দক্ষিণে। কাজান বিশ্ববিদ্যালয়ের আইন ও প্রাচ্যভাষা বিষয়ে পড়তে ভর্তি হয়ে মাঝপথে বিশ্ববিদ্যালয় ত্যাগ করেন। কিছুদিন মস্কো ও সেন্ট পিটার্সবার্গে অতিবাহিত করে যোগ দেন সেনাবাহিনীতে। ফিরে এসে লেখালেখি শুরু করেন। শিশুদের জন্য প্রচুর লেখেন। তাঁর লেখা পড়েই অনেক শিশু লেখা ও পড়া শেখে। তিনি ঈশপের গল্পের ভক্ত এবং গ্রিক ও রোমান পৌরাণিক কাহিনি নিজের মত করে শিশুদের জন্য রূপান্তর করেন। তাঁর উপন্যাস War and Peace-এর জন্যই তিনি বিশ্বখ্যাত। ১৮৬২ সালে সোফিয়ার সাথে বিবাহ হয়, তাদের সন্তান সংখ্যা তেরো। ১৯১০ সালে তিনি মারা যান।