গল্পের শুরুটা সাধারণ—পুরনো এক বন্ধুর সঙ্গে দেখা করা, ব্যস। কিন্তু অচিরেই তা পরিণত হলো চাঞ্চল্যকর এক অভিজ্ঞতায়! অ্যালান কোয়াটারমেইন, বিখ্যাত শিকারি, পুরনো বন্ধু লেডি র্যাগনালের আমন্ত্রণ রক্ষা করার জন্য পা রাখলেন তার বাড়িতে। কিন্তু অতিপ্রাচীন লতা, তাদুকির ধোঁয়ায় শ্বাস নিতেই উভয়ে পৌঁছে গেলেন প্রাচীন মিশরে! অতীতের জীবনের নতুন এক অধ্যায় কি উন্মোচিত হলো তাদের সামনে? যে অধ্যায়ে কোয়াটারমেইন আসলে মিশরীয় সম্ভ্রান্ত যুবক, লর্ড শাবাকা? আর লেডি র্যাগনাল? তিনি কে?
এদিকে ক্রমশ কালো মেঘ ধেয়ে আসছে মিশরের দিকে। নীলের অববাহিকায় শাবাকাকে রক্তের নহর বইয়ে দিতে হবে, নইলে থামানো যাবে না মধ্যপ্রাচ্য থেকে ক্রমশ এগিয়ে আসতে থাকা হুমকিকে!
সিদ্ধান্ত নিলো শাবাকা (নাকি অ্যালান বলব?): হয় সে থামাবে ওই অনুপ্রবেশকারীদের...
...আর নয়তো মৃত্যুবরণ করবে তাদের হাতে।
হেনরি রাইডার হ্যাগার্ড
স্যার হেনরি রাইডার হ্যাগার্ড একজন বিখ্যাত ইংরেজ ঔপন্যাসিক। তিনি ইতিহাস আশ্রিত দুঃসাহসিক কাহিনী নিয়ে উপন্যাস রচনায় ছিলেন সিদ্ধহস্ত। তিনি এমনসব অঞ্চল নিয়ে লিখেছেন যেগুলো ইংরেজদের কাছে ছিল অনেকটাই অপরিচিত এবং তথাপি অদ্ভুত। সলোমনের গুপ্তধন তার সেরা কীর্তি হিসেবে পরিগণিত। এটি সাহিত্য জগতে একটি ক্লাসিক হিসেবে সমাদৃত হয়।