The themes of the thirty-three odd essays in this slim volume range widely: from the propriety of saying Bismillah to begin commemoration of Rabindranath’s birthday to the collective amnesia of the Bengalis; from the defence of standard Bangla pronunciation to an examination of the pervasive corruption in society; from a call for banning the brutal lathee to globalisation. Mahfuzur Rahman writes with wit, insight, and mordant humour in sparkling English. A lifelong advocate of critical inquiry and reason, he returns again and again to secularist ideology and liberal beliefs. A humanist, he brings to bear on his writing his passionate sympathy for the wretched of the society. In his eclectic presentation, the lover of the Bengali language in him appears in his never-ending allusion to the language movement. A devotee of nature, he turns to poems on the sizzling Bengali summer. The economist in him comes through in a number of essays on stark economic problems and policy. And the sceptic in him mocks the sorry state of polity and politicians in the country, just as easily as he derides pride, prejudice and hypocrisy. To readers of Mahfuzur Rahman’s essays, bon appétit!
মাহফুজুর রহমান
মাহফুজুর রহমান কিশােরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার চরফরাদী গ্রামে জন্ম পিতা আলিম উদ্দিন আহমেদ এবং মাতা খােদেজা খাতুন। অধ্যয়নস্থল- পাকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া পাইলট মডেল হাই স্কুল, ভৈরবের কে.বি. হাই স্কুল ও হাজী আসমত কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ইউনিভার্সিটি অব ফিলিপিন্স। স্কুলজীবন থেকে লেখালেখির শুরু। ছােটোবেলায় গল্প শুনতে শুনতে কল্পনায় ভেসে যেতেন দিগন্ত ছাড়িয়ে। বড়ােবেলায়ও নেশা দেশভ্রমণ। বাংলাদেশের সকল জেলা এবং দর্শনীয় স্থান ভ্রমণ করেছেন। ভ্রমণের রঙিন চশমা পরে ঘুরে বেড়িয়েছেন অ্যান্টার্কটিকা ছাড়া পৃথিবীর সব মহাদেশ। আর সেসব স্মৃতিকেই পুঁজি করে লিখেছেন দেশ হতে দেশ দেশান্তরে, পাঁচ চিলতে ইউরােপ, উড়ে গেলাম ঘুরে এলাম, দেখা অদেখা মিয়ানমার, দুরবিনে। দূরদেশ, গুড মর্নিং ফিলিপিন্স এবং আরও। অনেকগুলাে বই। পুরস্কার : অগ্রণী ব্যাংক শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার, সুকুমার সাহিত্য সম্মাননা, আবু হাসান শাহীন স্মৃতি শিশুসাহিত্য পুরস্কার, ছােটোদের সেরা বই ২০১৪, চন্দ্রাবতী একাডেমি পুরস্কারসহ আরও কিছু সম্মাননা। স্ত্রী নাদিরা বেগম এবং তিন কন্যা-কীর্তি, অর্থী ও শ্রেয়াকে নিয়ে তাঁর ছিমছাম সংসার। কীর্তিসূত্রে বর্তমানে তার সংসারে যােগ দিয়েছে মিতুল ও সুহৃদ।