দ্য আলকেমিস্ট সর্বকালের সবচেয়ে বেশি ভাষায় অনূদিত আর সবচেয়ে বেশি বিক্রি হওয়া বইগুলাের মধ্যে জায়গা করে নিয়েছে। O Alquimista নামে পর্তুগিজ ভাষায় বইটি প্রথম প্রকাশিত হয় ব্রাজিলে, ১৯৮৮ সালে। ১৯৯৩ সালে বইটির প্রথম ইংরেজিতে অনুবাদ The Alchemist প্রকাশিত হওয়ার পর এ পর্যন্ত বিক্রি হয়েছে সাত কোটির বেশি কপি। বিশ্বব্যাপী বইটির বিক্রি ক্রমশ বেড়ে চলেছে। দ্য আলকেমিস্ট-এর এই অভাবনীয় সাফল্যের একটি কারণ এ উপন্যাসের কাহিনির পটভূমি। কেন্দ্রীয় চরিত্র মেষপালক সান্তিয়াগাের প্রাত্যহিক জীবনের বর্ণনা পাঠককে তাদের নিয়মিত জীবনের সঙ্গে মেলবন্ধন তৈরিতে সাহায্য করে।।
পাওলো কোয়েলহো
বিশিষ্ট সাহিত্যিক পাওলাে কোয়েলহাের জন্ম ১৯৪৭ সালে, ব্রাজিলে। ছােটবেলা থেকে লেখক হবার স্বপ্ন থাকলেও, পরিবারের চাপে লেখালেখি চালিয়ে যেতে পারেননি কিশাের বয়সী কোয়েলহাে। তার প্রাথমিক জীবন কেটেছে ভবঘুরে হিসেবে; দক্ষিণ আমেরিকা, উত্তর আফ্রিকা, মেক্সিকো আর ইউরােপে। ১৯৮২ সালে প্রকাশিত হয় তার প্রথম বই ‘হেল আর্কাইভস'। তবে পাঠকমহলে খুব একটা সাড়া ফেলতে পারেনি বইটি। কিন্তু ১৯৯৪ সালে ‘দ্য আলকেমিস্ট’ প্রকাশিত হবার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রথম ব্রাজিলিয়ান সাহিত্যকর্ম হিসেবে বেস্টসেলার তকমা অর্জন করে বইটি। এছাড়াও ব্রাইডা’, ‘বাই দ্য রিভার পিদ্ৰা আই স্যাট ডাউন অ্যান্ড ওয়েপ্ট’, ‘দ্য ফিফথ মাউন্টেন প্রভৃতি তার উলেখযােগ্য গ্রন্থ। বর্তমানে সপরিবারে ব্রাজিলে বসবাস করছেন।