দ্য আলকেমিস্ট
বইবাজার মূল্য : ৳ ১৮৮ (২৫% ছাড়ে)
মুদ্রিত মূল্য : ৳ ২৫০
প্রকাশনী : মুক্তচিন্তা
বিষয় : অনুবাদ: উপন্যাস
তুমি কী জীবন নিয়ে হতাশ? তোমায় দিয়ে কিচ্ছু হবেনা এই ভেবে সারাদিন ডিপ্রেশনে ভুগছো? স্বপ্ন পূরণের পথে তোমাকে নানান বিপর্যয়ের সম্মুখীন হতে হচ্ছে? কিন্তু তোমার ভেতরে নিশ্চয়ই কোন না কোন স্বপ্ন রয়েছে। তোমার ভেতর যদি কোন স্বপ্ন থাকে তো কোন চিন্তা না করে আজই লেগে পড়ো তোমার স্বপ্ন পূরণের গৌরবময় যাত্রায়। তুমি যদি লক্ষ্য নির্ধারণ করে রাখো, আর দৃঢ়সংকল্পের সাথে সাহসী হয়ে এগিয়ে যাও তোমার লক্ষ্যে। তাহলে যত কিছুই ঘটুক না কেন তুমি তোমার লক্ষ্যে পৌঁছাবেই তোমার দৃঢ়কল্পের জন্য। "পুরো বিশ্বই তখন ষড়যন্ত্র শুরু করবে"তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছানোর জন্য। কথাগুলো পাওলো কোয়েলহো তুলে ধরেছেন পৃথিবীর সবচেয়ে বেশী ভাষায় অনূদিত এবং অনেকের মতে পৃথিবীর সবচেয়ে অনুপ্রেরনীয় উপন্যাস ‘দ্যা আলকেমিস্ট’ এর মধ্যে। গল্পের মূল চরিত্র আন্দালুসিয়ান রাখাল বালক সান্টিয়াগো সে প্রায়শই স্বপ্নে দেখে একটি ছোট বাচ্চা এসে তাকে মিশরের পিরামিডের নীচে লুকানো ধনরত্নের খোঁজ করতে বলে। তখন এক রহস্যময়ী লোক যে নিজেকে সালেমের রাজা বলে দাবী করে সে সান্তিয়াগোকে মিশরের উদ্দেশ্যে রওয়ানা দিতে বলে এবং সেটাই তার লক্ষ্য হওয়া উচিত বলে জানায়। সান্তিয়াগো তার পুরো ভেড়ার পাল বিক্রি করে তাঞ্জিয়ারে পৌছায় এবং সেখানে সে চুরির সম্মুখীন হয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যায়। তার কাছে এখন মিশরে পৌঁছানোর টাকা নেই। সে হতাশাগ্রস্ত হয়ে পরে। পরে একটি ক্রিস্টালের দোকানে কাজ নেয় সে। প্রায় এক বছর কাজ করে সে নিজ দেশে ফিরে ব্যবসা করার মত যথেষ্ট পরিমাণ অর্থ জমিয়ে ফেলে। কিন্তু শেষ মুহূর্তে দেশে ফেরত না এসে সান্তিয়াগো মিশরের উদ্দেশ্যে রওয়ানা দেয়, মিশরের সাহারা মরুভূমিতে। পথে পথে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এরপরও সে থামেনি। প্রকৃতির ইশারা থেকে ঠিক করে নেয় যাত্রাপথ। তবুও স্বপ্নের পেছনে ছুটে চলা এই কিশোর কখনো বিচ্যুত হয়নি তার বিশ্বাস থেকে। সে জানত তার গুপ্তধনের সন্ধান সে পাবেই। এসকল বাধা-বিপত্তি তাকে সাহস জুগিয়েছে। মরুভূমির নির্জনতা, বাতাসের মুখরতা তাকে শিখিয়েছে মহাবিশ্বের ভাষা। সান্টিয়াগো এগিয়ে যেতে থাকলো তার লক্ষ্যের উদ্দেশ্যে এবং মরুভূমিতে তার পরিচয় হয় ২০০ বছর বয়সের আলকেমিস্টের সাথে। সান্তিয়াগোর লক্ষ্যের প্রতি দৃঢ় মনোবল, প্রতিজ্ঞা অ্যালকেমিস্টকে মুগ্ধ করে। পথ দেখিয়ে সে পৌঁছে দেয় তাকে পিরামিডের কাছে। দীর্ঘ উত্থান আর পতনের পর সান্তিয়াগো ঠিকই তার গুপ্তধন খুঁজে পায়। তার লক্ষ্যে সে ঠিকই পৌঁছে। কিছু কথা: একজন মানুষের জীবনের লক্ষ্য ঠিক করার জন্য যতগুলো ভালো বই পড়া প্রয়োজন- ‘দ্যা অ্যালকেমিস্ট’ তার মধ্যে অন্যতম। বইটিতে লেখক কিছু বার্তা দিয়েছেন যা ছুঁয়ে যাবে তোমার মন। নাড়া দিবে তোমার ভেতরের প্রাণটিকে। 👉 স্বপ্ন দেখা বন্ধ করবে না । কারণ যে স্বপ্ন দেখতে পারে সে তা বাস্তবেও রূপ দিতে পারে। 👉তুমি যখন কোন স্বপ্ন দেখবে, তখন পুরো বিশ্বই ষড়যন্ত্র শুরু করবে তোমাকে তোমার লক্ষে পৌঁছনোর জন্যে। 👉 অবশ্যই তোমাকে জীবনে ঝুঁকি নিতে হবে। কারণ তুমি তোমার জীবনে অসাধারণ কোনো অভিজ্ঞতার সম্মুখীন তখনই হবেন, যখন কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটতে দেখবে। 👉 বিপদের ভয় বিপদে পড়ার দুর্গতির চেয়েও ভয়ঙ্কর বিষয়, প্রত্যেক হূদয়কেই ক্ষতবিক্ষত হতে হয় যখন স্বীয় স্বপ্ন সে বাস্তবায়ন করতে যায়। #বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯