ফ্ল্যাপের কিছু কথাঃ নোবেল পুরস্কারজয়ী প্রথম মহিলা কথাশিল্পী সেলমা লাগের্লোফ-এর রচনা পাঠককে সেই ‘স্বপ্নের পৃথিবীতে’ নিয়ে যায়- যে জগৎ কলুষতা ও জঞ্জালমুক্ত; নির্লোভ ও সহজ।
আজ, একাবিংশ শতাব্দিতে সিজোফ্রেনিয়া নিয়ে যত সহজে কথা বলা যায়, একশো বছর আগে বিষয়টা ব্যাখ্যা করা তত সহজ ছিল না। অথচ মানুষের ‘মন’ চাক্ষুষ দুনিয়ার বাইরের জগতেও যে বিচরণ করতে পারে, সেলমা তা দেখিয়েছেন মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েডের ‘মনতত্ত্ব’ স্বীকৃতি পাবারও আগে। সেলমার এ-রচনা আমাদেরকে স্বপ্ন ও অবচেতনার সেই মগ্নতায় ঠেলে দেয়-যেখানে ইনগ্রিড এক সিন্ডারেলা, আর হেডের বেহালা যেন অ্যান্ডারসনের হাঁসের-ছানার নরম পালকে মোড়া কোন্ অর্ফিয়াসের বাঁশি!
কৈশোরেই লেখিকা পঙ্গু হয়ে যান দুরারোগ্য ব্যাধিতে। অ-নিষ্ঠুর শিল্প রচনায় সেলমার ঈর্ষনীয় দক্ষতার পেছনে সমালোচকরা আর এই ‘খোঁড়া হয়ে যাওয়া’কে গুরুত্বের সাথে মনে করিয়ে দিয়েছেন। স্কুল-শিক্ষিকার পেশাও তাঁর রচনাকে সরল ও সংগীতময় করেছে- যা একশো বছর পরেও আমাদেরকে আনন্দিত ও মুগ্ধ করে।
সেলমা লাগের্লোফ
Title :
টেলস অভ এ ম্যানর (পুরস্কারপ্রাপ্ত লেখকদের বই)