'টেলিভিশন প্রযোজনা' বইয়ের কিছু কথাঃ টিভি পর্দায় প্রতিটি অনুষ্ঠান আর বুলেটিনের পেছনে কাজ করেন একদল দক্ষ কর্মী। আর এর নেতৃত্বে থাকেন প্রযোজক। কিভাবে কাজ করেন প্রযোজক? কি জানা চাই একজন প্রযোজকের? আর কারা কাজ করেন প্রযোজকের সাথে? লাইট, ক্যামেরার সাথে প্রযোজকের সম্পর্কটাই বা কোথায়? কিভাবে এক প্রবল কর্মযজ্ঞের পরিনতি হয় একটি চমৎকার টিভি অনুষ্ঠান?