তাতারীদের ইতিহাস - ড. রাগেব সারজানী | বইবাজার.কম

তাতারীদের ইতিহাস

    4 Ratings     1 Reviews

WISHLIST


Related Bundles


Bundle Title Price


Overall Ratings (1)

Amatullah Tasmin
29/03/2019

বুক রিভিউ ৫ বই: তাতারীদের ইতিহাস লেখক: ড. রাগেব সারজানী অনুবাদক: মুহাম্মদ আবদুল আলীম প্রকাশক: আলিফ বুকস পরিবেশক: মাকতাবাতুল হাসান প্রথম প্রকাশ: জুন ২০১৬ পৃষ্ঠা সংখ্যা: ৪০০ মুদ্রিত মূল্য: ৪৪০ টাকা . পৃথিবীর ইতিহাসে অনেকটা আকস্মিকভাবেই এক জাতির অভ্যুত্থান ঘটে তেরো শতকের শুরুতে।সংখ্যায় তারা পঙ্গপালের মতো অগণিত ছিলো। এই জাতির নাম মঙ্গল বা তাতার।তাতার মূলত তুর্কি বংশোদ্ভূত এক উপজাতি। চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গোলিয়ায় তাতার জাতি সাম্রাজ্য প্রতিষ্ঠিত করে।এরপর মানকু খানের সময়কালে তারা জয় করে পৃথিবীর অনেক অঞ্চল। এই সময় মধ্যপ্রাচ্যে তাতারদের প্রতিনিধি ছিল হালাকু খান।হালাকু খানের স্বভাব বৈশিষ্ট্যর মধ্যে দয়া,মায়া,মানবতা বলতে কিছুই ছিলোনা।তাদের উদ্দেশ্য শুধু পৃথিবী জয় করে রাজত্ব কায়েম করা কিংবা রাজ্য শাসন করাই ছিল না বরং তাদের একমাত্র উদ্দেশ্য ছিল জ্বালাও-পোড়াও, ধ্বংস করো। খুব অল্প সময়ে নিষ্ঠুরতার সাথে পূর্ব এশিয়া থেকে তারা জয় করতে থাকে একের পর এক অঞ্চল । রাশিয়া, চীন থেকে নিয়ে আরব ও মধ্যপ্রাচ্যের ছাড়িয়ে পূর্ব ইউরোপেও তাদের বিজয়ধ্বনি বেজে ওঠে। খ্রিষ্টান, মুসলমান সহ সব জাতি তাদের বশ্যতা স্বীকার করে। আব্বাসীয় খেলাফতের পতনের পর। সিরিয়া, ফিলিস্তিন, ইরাকসহ অনেক অঞ্চল তাতারদের দখলে আসে। তারা হাত বাড়ায় মিশরের দিকে।তবে এখানে ছিলেন সুলতান সাইফুদ্দিন কুতুজ রাহিমাহুল্লাহ। তিনি তাতারদের বিরুদ্ধে ঐতিহাসিক আইনে জালুত যুদ্ধ পরিচালনা করেন। . বইটির অনুবাদ আসাধারন সুন্দর।তাতার জাতির ইতিহাস জানার জন্য খুবই নির্ভশীল গ্রন্থ।অন্যান্য ইতিহাস গ্রন্থের মতো কঠিন দুবোধ্য ভাষায় অনুবাদ না করে সহজ সুন্দর ও সুখপাঠ্য করে তুলতে চেষ্টা করেছেন। লেখক ইতিহাসের গতবাধা বর্ণনা না করে জায়গায় জায়গায় থেমে বর্ণনা করেছেন, বিশ্লেষন করেছেন, আহজারী করেছেন, যা পাঠককে পড়ার আগ্রহ বাড়িয়ে দেয়।অবশ্যই অবশ্যই এই বইটা সকলের পড়া উচিত। . ড. রাগেব সারজানী। বর্তমান বিশ্বের অন্যতম নিরপেক্ষ গ্রহণযোগ্য একজন ঐতিহাসিক। অসাধারণ একজন ইতিহাস বিশ্লেষক। বাড়ি মিশরে। ইতিহাস বিষয়ে বেশ কয়েকটি গ্রহণযোগ্য গ্রন্থ রচনা করেছেন। তন্মধ্যে 'কিসসাতু তাতার' (তাতারীদের ইতিহাস), 'কিসসাতু উন্দুলুস' (আন্দালুসের ইতিহাস), 'কিসসাতু তিউনিস' (তিউনিসিয়ার ইতিহাস) সবিশেষ উল্লেখযোগ্য। পেশায় একজন ডাক্তার হয়েও তিনি একজন গ্রহণযোগ্য ঐতিহাসিক হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাঁর ইতিহাস বিশ্লেষণ সত্যানুসন্ধানী সবারই ভালো লাগে। আমরা তাঁর দীর্ঘ কর্মময় জীবন কামনা করি। অনুবাদক আবদুল আলীম সাহেবও যোগ্যতাসম্পন্ন মানুষ। তার অনুবাদ নেহাত খারাপ না। এ পর্যন্ত তার বেশ কয়েকটি অনূদিত বই প্রকাশ পেয়েছে। সামনে আরও কিছু প্রকাশ পাবে। তার অনূদিত বইগুলো আরও ভালো হোক— এই প্রত্যাশা। # বইবাজার_রিভিউ_প্রতিযোগিতা_মার্চ_২০১৯


PAYMENT OPTIONS

Copyrights © 2018-2025 BoiBazar.com