'তারপর হবো ইতিহাস' উপন্যাসের রচয়িতা মনজুর শামস পদ্মাপারের মানুষের জীবনসংগ্রাম, বিচিত্র জীবিকা, চর দখল, লোকাচার, রোমাঞ্চকর পদ্মা-অভিযান, পদ্মাপারের এক গৃহকর্মীর আরবের মরুতে হারিয়ে যাওয়া, এক যুদ্ধশিশুর সাহসী জীবনসংগ্রাম এবং আরো অনেক প্রামাণিক প্রসঙ্গ তুলে এনেছেন তার 'তারপর হবো ইতিহাস' উপন্যাসটিতে।
ঘটনাক্রমে অনিবার্যভাবেই উঠে এসেছে কাসুন্দি তৈরির লোকাচার থেকে শুরু করে মোগল সেনানিবাসে উর্দু ভাষার উৎপত্তি, ব্রিটিশ আমলে সিভিল সার্ভিসের গোড়ার কথা- এক বাঙালির ভারতীয়দের ভেতর প্রথম সিভিল সার্ভেন্ট হওয়া এবং অবশ্যই ঊনসত্তর ও একাত্তরে পদ্মাপারের মানুষের স্পর্ধিত উপাখ্যান।