বিশ্বের ইতিহাসের দিকে লক্ষ্য করা মাত্র আমরা সন্দেহাতীতভাবে দেখতে পাবো: এই পৃথিবীর প্রতিটি দেশে, প্রতিটি যুগে...যত নবি, সংস্কারক, পথ-প্রদর্শন এবং ধর্ম-প্রবর্তক এসেছেন, তাঁদের প্রত্যেকেই এক ও একক সর্বময় ক্ষমতাধর সত্তায় বিশ্বাসী ছিলেন; এবং প্রত্যেকেই চেয়েছেন তাঁদের অনুসারীদেরকে সেই এক মহান সত্তার দিকে আহ্বান করতে।
যদিও হযরত আদম (আ.), হযরত নুহ (আ.), হযরত ইব্রাহিম (আ.), হযরত মুসা (আ.) ও হযরত মুহাম্মদ (স.) প্রমুখের আগমনকালের মাঝে হাজারো বছরের পার্থক্য ছিল, তারপরেও তারা সেই এক ও অদ্বিতীয় সত্তার প্রতি আহ্বান জানিয়েছেন। আলোচ্য বইতে ইসলামের সেই ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে খুবই সাধারণ ভাবে, যেন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত নন এমন মানুষ তো বটেই, অন্যান্য ধর্মের মানুষরাও ইসলামের ইতিহাস সম্পর্কে একটি সহজ-সরল ধারণা লাভ করেন।
ইসলামের ইতিহাসের এই খণ্ডে স্থান পেয়েছে খোলাফায়ে রাশিদার আমলের ইতিহাস।