প্রথম ফ্ল্যাপঃ ঢাকার মেঘহীন আকাশে সেদিন অনেকগুলো তারা ছিল। লক্ষ বছর ধরে সেই তারাগুলো অপেক্ষা করছে। সেই মানুষগুলোকে দেখার জন্য, যারা রাতের বেলায় আকাশের দিকে তাকিয়ে থাকে, রাত জেগে তারা গুণে। তারপর হঠাৎই পাশে থাকা ভালোবাসার মানুষের হাত ধরে বলে, ওই তারাগুলো আমি তোমায় দিলাম। শেষ ফ্ল্যাপঃ রহমান ইমরান। জন্ম ৩ জুন, ঢাকায়। আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র। তার আগে পড়াশোনা করেছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল এবং নটরডেম কলেজে। বর্তমানে ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন করছেন। বাবা মো. মাহফুজুর রহমান। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী। মা নিশাত জেরিন। বাবার চাকরির সুবাদে শৈশবের একটি অংশ কেটেছে কক্সবাজার এবং চিটাগাং এ। অধিকাংশ সময় একা থাকতে পছন্দ করেন। ভালো লাগে লং ড্রাইভে যেতে। অবসর সময়ে সিনেমা দেখেন, গান শুনেন আর বই পড়েন। হাতে থাকে অখন্ড অবসর।