কবি ব্যাগ অথবা কবিতা
যদি বই হতাম। সময়ে অসময়ে আমাকে পাঠ করতে তুমি। বুকসেল্ফের অসংখ্য বইয়ের ভিড়ে বারবার আমাকে খুঁজতে তুমি। প্রচ্ছদে হাত বোলাতে। আমাকে পাঠ করতে করতে রাত্রি গভীর হতো অথবা কোনো এক দুপুরবেলায় ভাত ঘুমের মতো তোমার বুকে ঘুমিয়ে পড়তাম। আমাকে পাঠ করতে করতে বেহায়া হাওয়ার মতো বারবার ছুঁয়ে দিতে। অনেক যতেœ পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টোতে উল্টোতে কত কথা হতো আমার সাথে। যদি বই হতাম আমায় পাঠ করতে তুমি। তোমার কবি ব্যাগে সঙ্গী হতাম। যদি বই হতাম তোমার কবিতা হতাম আমি।