ফ্ল্যাপের কিছু কথাঃ আমার প্রিয় মানুষ হবু ডক্টর এর কাছে গিয়ে টাকাটা হাতে নিয়ে বললাম, ‘এসেছে। আমাদের দুজনের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে কিন্তু আমরা হাসছি, আনন্দের হাসি। নিজেকে ফিরে পাওয়ার আনন্দ। সে বলল, ‘সবার কথায় আমরা কান দেইনি, দিবও না। তুমি এখনো শেষ হয়ে যাওনি, এখন তোমার শুরু।’
একজন সফল ফ্রিল্যান্সারের জীবনী যদি জানতেন তবে আপনি নিজেই প্রত্যেককে ‘লিজেন্ড’উপাধিতে ভূষিত করতেন। বিশ্বাস করুন তাঁরা শতবার ব্যর্থ হয়েছে। কাউকে সে কথা বলেনি। রাতের পর রাত পার করেছে শুধু স্কিল ডেভেলপমেন্টের জন্য। কিন্তু যখন একজন ছোটভাই তাঁর কাছে এসে আবদার করে, ‘ভাইয়া, দয়া করে আমাকে সহজে ইনকাম করার কোনো উপায় দেখিয়ে দিন।’তখন বড় ভাইটি লজ্জায় লাল হয়ে যাওয়ার মতো বিব্রতকর অবস্থায় পড়ে।
সূচিপত্র ১. আমার ফ্রিল্যান্সার হওয়ার গল্প ২. ফ্রিল্যান্স জীবনে আমার পদার্পণ ৩. জব হোল্ডার থেকে ফ্রিল্যান্সার ৪. আমি যেভাবে গ্রাফিক্স ডিজাইনার হলাম ৫. আমি যেভাবে ওয়েব ডেভেলপার হলাম ৬. আমি মোবাইল অ্যাপ নিয়ে কাজ করি ৭. আমি এনিমেশন নিয়ে কাজ করি ৮. আমি কনটেন্ট রাইটিংয়ের কাজ করি ৯. আমি মার্কেটিংয়ের কাজ করি ১০. আমি পড়াশোনার পাশাপাশি কাজ করি ১১. আমি অফিস নিয়ে কাজ করি ১২. মায়ের চিকিৎসার জন্য ১৩. একটি কম্পিউটার এবং আমার পথ চলা ১৪. কেনো সফল ফ্রিল্যান্সাররা নতুনদের সাহায্য করতে উৎসাহবোধ করেন না? ১৫. ই-কমার্স ১৬. শুরু করতে পারেন আপনিও