" তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদাসম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াসম্পন্ন।(সূরা হুজুরাতঃ১৩) " হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় কর, প্রত্যেকেই ভেবে দেখুক যে আগামী কালের(শেষ বিচার দিবসের) জন্য সে কি অগ্রিম প্রেরণ করেছে।আর আল্লাহকে ভয় কর, তোমরা যা কর আল্লাহ সে বিষয় অবহিত। "( সূরা আল- হাশরঃ১৮) " আর যদি আহলে কিতাবগণ ঈমান আনত এবং তাকওয়া অবলম্বন করতো তবে অবশ্যই আমি তাদের থেকে পাপ গুলো দূর করে দিতাম। "( সূরা মায়িদাঃ ৬৫) হে আল্লাহ! আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। আমিন