ফারসি সাহিত্যের হিমাদ্রিসদৃশ কবি ও সুফি দরবেশ হজরত ফরিদ উদ্দিন আত্তার (রঃ)। তাঁর তাজকেরাতুল আউলিয়া বইটি ব্রিটিশ প্রাচ্যবিদ আর্থার জন আরবেরি মূল ফারসি থেকে কিছুটা সংক্ষেপিত আকারে ইংরেজিতে মুসলিম সেইন্টস অ্যান্ড মিসটিকস আ ট্রান্সলেশন অব এপিসোডস ফ্রম তাজকেরাতুল আউলিয়া শিরোনামে অনুবাদ করেছেন। বাংলায় সেটিরই অনুবাদ এই বই। এখানে ৩৮ জন আউলিয়ার আধ্যাত্মিক জীবন উঠে এসেছে।