তাহমাস বেগ খান ছিলেন সপ্তদশ মোগল সম্রাট শাহ আলমের (১৭৫৯-১৮০৬) দরবারে একজন বিশিষ্ট অভিজাত। আনুমানিক ১৭৩৮ সালে তুরস্কের এক গ্রামে তাঁর জন্ম। তুরস্ক ও পারস্যের যুদ্ধ চলাকালে নাদির শাহর সেনারা শিশু অবস্থায় তাঁকে আটক করে। নানা ঘটনার মধ্য দিয়ে তিনি দিল্লি আসেন এবং সম্রাট শাহ আলমের পক্ষে জাটদের বিরুদ্ধে যুদ্ধ করেন। ফলে তাকে অভিজাত ব্যক্তিত্বের মর্যাদা দেওয়া হয় এবং বিপুল ভূমির মালিকানাসহ মুহকামুদ্দৌলাহ ইতিকাদ জং তাহমাস বেগ খান বাহাদুর খেতাবে ভূষিত করা হয়।
তাহমাসনামায় তুর্কি থেকে দিল্লি পর্যন্ত প্রায় ৪০ বছরের (১৭৪৩-১৭৮২) বর্ণনা আছে। আহমদ শাহ আবদালির হামলার সময় পাঞ্জাব ও দিল্লিতে বিরাজমান পরিস্থিতির সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন তিনি। ভারতের ইতিহাস গবেষণায় তাহমাসনামা অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র হিসেবে বিবেচিত।