গাঙচিল (কলকাতা) তার যাত্রা শুরু করে জানুয়ারি ২০০৫-এ। বিচিত্র বিষয়কে শিল্পসুষমামণ্ডিত আঙ্গিকে পাঠকের হাতে তুলে দেবার ব্রত তার। চারদিক বাংলাদেশে নিরলস কাজ করে চলেছে গুরুত্বপূর্ণ বিষয়, নতুন দৃষ্টিভঙ্গিসম্পন্ন, সৌকর্যমণ্ডিত গ্রন্থ প্রকাশের। গাঙচিল ও চারদিক সম্পত্তি যাত্রা শুরু করেছে সহযোগী প্রকাশ হিসেবে। গাঙচিল এর প্রকাশনাগুলো এদেশে প্রকাশ করতে যাচ্ছে চারদিক, একইভাবে কলকাতায় চারদিক এর বইগুলো প্রকাশ করবে গাঙচিল। দুই বাংলায় প্রকাশিত গুরুত্বপূর্ণ বইগুলো তাদের আদি ও অবিকৃত রূপে পাঠকদের কাছে পৌঁছে দেবার জন্য আমাদের এই যৌথ উদ্যোগ।
সে উদ্যোগের প্রথম স্বাক্ষর তাহাদের কথা। নিকট প্রতিবেশী হওয়া সত্ত্বেও পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের জীবন, সমাজ, মনস্তত্ব ও সমাজের অবস্থা-মূল সাহিত্য ধারাটিতে থেকেছে প্রায় অনুপস্থিত। তাহাকের কথা সেই জীবনেরই সরব ও শিল্পিত উপস্থাপনা। পশ্চিম বাংলার মুসলমান সমাজ ও জীনবনির্ভর একগুচ্ছ গল্প ভেঙ্গেছে অপরিচয় ও স্তব্ধতার দীর্ঘ নীরেট দেয়াল। চারদিক ওই জীবনের স্বাদ এদেশের পাঠকদের কাছে পৌঁছে দিচ্ছে তাহাদের কথা প্রকাশের মধ্য দিয়ে।
মিলন দত্ত
Title :
তাহাদের কথা : পশ্চিমবঙ্গের মুসলমান সমাজ ও জীবনের গল্প