তাফসীরে তাওযীহুল কুরআন-প্রথম খণ্ড (অফসেট)
তাফসীরে তাওযীহুল কুরআন একটি পূর্ণাঙ্গ তাফসীর গ্রন্থ। অত্যন্ত সাজানো গোছানোভাবে কুরআনুল কারীমের প্রত্যেকটি সূরার পূর্ণাঙ্গ শানে নযুল, নাযিলের প্রেক্ষাপট এবং পরিচিতি তুলে ধরা হয়েছে। এটি লিখেছেন বর্তমান বিশ্বের সর্বজন শ্রদ্ধেয় আলিম মুফতী তাকী উসমানী দামাত বারাকাতুহুম। যিনি হযরত উসমান রাযিয়াল্লাহু আনহুর এর বংশধর। এর শুরুতে কুরআনের হক ও আদব এবং হিদায়াতের জন্য কিতাবুল্লাহ ও রিজালুল্লাহ কেন জরুরী এই বিষয়ে চমৎকার এবং অত্যন্তু গুরুত্বপূর্ণ দুটি কিতাব সংযুক্ত করে দেওয়া হয়েছে। যা লিখেছেন বর্তমান বিশ্বে ইলমে হাদিসের উজ্জ্বল নক্ষত্র মাওলানা আবদুল মালিক দামাত বারাকাতুহুম। ৩ খন্ড এক ভলিউমে এই তাফসীরুল কুরআনে একসাথে অনেক সুবিধা পাবেন। কুরআন মাজিদ, দুটি কিতাব, আয়াতের সরল অনুবাদ, প্রয়োজনীয় ব্যাখ্যা।