Malcom Forbes-এর বই 'They went that a way' পড়তে পড়তে মনে হল আমি যে আনন্দ এই বইতে পাচ্ছি তা অন্য সবার সঙ্গে ভাগ করে নিইনা কেন? তাহলে ওদের আনন্দের সঙ্গে মিলে আমার আনন্দ আরও বহুগুণে বর্ধিত হবে। আমার দৃষ্টিতে এক মাত্র আনন্দই যা ভাগ করলে অর্ধেক হয়না বরঞ্চ দ্বিগুণ হয়। ইতিহাসের নন্দিত/নিন্দিত এবং মহান ব্যক্তিরা পৃথিবীর রঙ্গমঞ্চ থেকে কী ভাবে বিদায় নিলেন বা বিতাড়িত হলেন তা নিয়ে এই বইটি। মৃত্যু এক অবধারিত সত্য এবং অনিবার্য সমাপ্তি। একথা নিয়ে দার্শনিকতা বাহুল্য মাত্র। শেক্সপিয়ারের Macbeth-এর বহুল উচ্চারিত উক্তি .... "Life's but a walking shadow, a poor player, that struts and frets his hour upon the stage. And then is heard no more. It is a tale told by an idiot, full of sound and fury, signifzing nothing t তবু এ ক্ষণিক জীবনে দাপাদাপি চলবে, তোলপাড় হবে জাগতিক এবং যাবতীয় জীবন যাত্রা। কেউ নিয়ে আসবে ধ্বংস যজ্ঞ কেউ বা শোনাবে শাস্তির ললিত বানী। কারো হবে ‘যেমন কর্ম তেমন ফল', বা কারো করুন মর্মান্তিক পরিণাম, কেউ বা বেছে নিয়েছে আত্মহননের পথ কেউবা করেছেন মানবতার কারণে আত্ম উৎসর্গ। কেউ বা শেষ নিঃশ্বাস পর্যন্ত আঁকড়ে ধরেছেন এই ভূমি থেকে কাউকে বা সরে যেতে হয়েছে। কেউ বা মরে গিয়ে বেঁচে গেছেন, কেউ বা অমরত্ব পেয়েছেন মৃত্যুর ভেতর। এ তাঁদের কাহিনী।