ফ্ল্যাপের কিছু কথাঃ জীবন গতানুগতিক। কিছুই থেমে থাকে না। জীবনের সাথে তাল মিলিয়ে সবই চলে যা্য়। এই চলে যাওয়ার মাঝে কিছু কিছু স্মৃতি মনে দাগ কাটে। আর কিছু স্মৃতি দাগ থেকে ক্ষততে পরিণত হয় । কিন্তু এই ক্ষত কেউ দেখতে পায় না। তা মনের মধ্যেই রয়ে যায়।
সুখ আমাদের হাতিছানি দেয় অবেলায়, আমার দুঃখ আমাদের ঘৃণা করে না। সুখ আর দুঃখ এক সাথে মিলে জীবনকে নিয়ে যায় অনেক দূর। একদিন সুখ দুঃখের পথ চলার পরিসমাপ্তি ঘটে। তখন জীবনে শূন্যতা ছাড়া কিছুই থাকে না। শূন্যতাকে আগলে রেখে রিনি বলে ‘অবেলায় কেন গেলে চলে, আমাকে একা রেখে ফেলে’ । নিয়তির তখন কিছুই বলার থাকে না। সে শুধু মুচকি হাসে, নিয়তির মুচকি হাসার মধ্যে নতুন স্বপ্ন বুনে রিনি। স্বপ্ন কি আদৌ সত্যি হয়?