আমাদের বর্তমান আয়োজন প্রফেসর হযরতের বয়ান সংকলন ‘তাবলীগ ও তা’লীম’। প্রফেসর হযরত দেশের ভেতর যেমন দ্বীনি সফর করে থাকেন, তেমনি বিদেশেও সফর করেছেন। হযরতের সাথে আমেরিকা (২০১২ এবং ২০১৪) এবং নিউজিল্যান্ড (২০১৪) সফরে তার খাদেম হিসেবে আমার থাকার সৌভাগ্য হয়েছে। এসব দ্বীনি সফরে প্রফেসর হযরত যেসব বয়ান করেছেন, সেগুলো থেকে নির্বাচিত কিছু বয়ান আলাহ তা’আলা বিশেষ অনুগ্রহে আমাকে সংকলন করার তাওফীক দিয়েছেন। আলাহ তা’আলা এ কাজকে কবুল করুন। তাযকিয়া, তা’লীম এবং তাবলীগ - ইসলামের অন্যতম তিনটি বিভাগ। এগুলো একে অন্যের সাথে গভীরভাবে সম্পর্কিত। এ কিতাবের নাম ‘তাবলীগ ও তা’লীম’ রাখা হলেও এখানে তিনটি বিষয়েরই বর্ণনা এসেছে। যারা তাবলীগ করেন, তারা অনেকে তা’লীমের ব্যাপারে উদাসীন। আবার যারা তা’লীমে ব্যস্ত, তারা অনেকে তাবলীগের কাজে জড়িত হন না। সহায়তাও করতে চান না। তাবলীগ ও তালীম সম্পর্কে অনেকের ধারণা ঠিক হলেও, তারা আবার তাযকিয়াকে জরুরী মনে করেন না। তিনটি বিভাগই জরুরী। কুরআন-হাদীস সম্পর্কে সঠিক জ্ঞান না থাকলে এ বোধে উনড়বীত হওয়া যায় না। আর কুরআন-হাদীস এর সঠিক চর্চা ও অনুশীলন সকলের পক্ষে করা সম্ভব হয় না। আমরা যারা ইংরেজি শিক্ষিত, তাদের অনেকেই এর প্রয়োজনীয়তা সম্পর্কেও উদাসীন। অথচ আখেরাতের কল্যাণময় জীবন এবং সত্যিকারের সাফল্য অর্জনের ক্ষেত্রে কুরআন-হাদীসের অনুসরণ ছাড়া অন্য কোন উপায় নেই।
মুহাম্মদ আদম আলী
Title :
তাবলীগ ও তা’লীম : প্রফেসর হযরতের বয়ান সংকলন-৪