সিলেটি ভাষা নিয়ে অনেক কাজ হয়েছে এর আগে। কিন্তু এই বইটি নতুন কিছু তথ্যে নির্মিত হয়েছে। যা আলোচনার বিষয় হতে পারে গুরুত্বপূর্ণভাবে। আঞ্চলিক ভাষার মধ্যে একমাত্র সিলেটের-ই রয়েছে আলাদা বর্ণ। যা অনেকেই জানে না। সিলেটি ভাষা কিভাবে ইংরেজি কিংবা অন্যভাষার ভিতর স্থান করে নিয়েছে জানা যাবে এই বই পাঠে।