লেখক সহজ সাবলীল ভাষায় অসম্ভব সুন্দর গল্প লিখেছেন। কিছু গল্পে এঁকেছেন আপনাকে, কিছু গল্প একাকিত্ব, নিঃসঙ্গতা কিংবা বাস্তবতাকে ঘিরে। সাথে রয়েছে ভালোবাসা ও শুভ্রতার মিশ্রণ।
গল্পের মাঝে যে শুদ্ধতার ছাপ থাকে। লেখক তার প্রতিটি গল্পে সেই শুদ্ধতার ছাপ ঘটিয়েছেন। মানুষের জীবন জুড়ে সুখ- অসুখের যে টানাপোড়েন, লেখক যেন তার গল্পে শৈল্পিক চোখে দেখা সেই শব্দগুলোকে তুলে ধরেছেন তার কলমে।
শাহাদাত হোসাইন একজন তরুণ প্রজন্মের কবি। লেখালেখি নিয়ে একদল তরুণদের দেখি হন্নে হয়ে খেঁটে যেতে। গল্পের নেশায় ডুবে থাকতে, তারমধ্য সে-ও একজন। "স্বপ্নের মতো পাওয়া" এটি লেখকের প্রথম বই। আমার বিশ্বাস বইটি পাঠকের মন জয় করবে।