১৯৭১ সালে মওলানা ভাসানীর ভারতে অবস্থানকালের সবচেয়ে নির্ভরযোগ্য বিবরণ পাওয়া যাবে এ বইয়ে। মওলানা ভাসানী কি মহান মুক্তিযুদ্ধের সময় ভারতে বন্দিজীবন যাপন করেছেন? সেখানে কি তিনি অন্তরীণ ছিলেন? নাকি ভারত সরকার তাঁর নিরাপত্তার ব্যবস্থা করেছিল? মুক্তিযুদ্ধের সময় গঠিত পাচঁদলীয় উপদেষ্টা কমিটির সদস্য হিসেবে তাঁর কি কোনো ভূমিকা গ্রহণের সুযোগ ছিল? এমন সব বিতর্ক মুক্তিযুদ্ধের সময় থেকেই বিশেষ করে রাজনৈতিক মহলে চলে আসছে। এসব বিতর্ক বা প্রশ্নের বস্তুনিষ্ঠ জবাব পাওয়া যাবে এ বইটিতে।
বইয়ের লেখক ভাসানীর ভরতে অবস্থানকালে তাঁর সর্বক্ষণিক সহচর ছিলেন। একাত্তরে বাংলাদেশে গণহত্যা শুরুর পর সীমান্ত পেরিয়ে ভারতে যাওয়ার আগে পথে ভাসানী তাঁকে সঙ্গী করে নিয়েছিলেন। ভারতে ভাসানীর সঙ্গে সর্বত্র একই আবাসে থেকেছেন তিনি। বস্তুত মুক্তিযুদ্ধকালে তিনি ছিলেন মওলানার একান্ত সচিব ও মুখপাত্র। ফলে একাত্তরে ভারতে মওলানা ভাসানীর অবস্থান ও ভূমিকা নিয়ে এই লেখকের পক্ষেই সবচেয়ে নির্ভরযোগ্য বিবরণ দেওয়া সম্ভব। মুক্তিযুদ্ধ ও মওলানা ভাসানীকে নিয়ে এক অনন্য পাঠ এ বই।