ফ্ল্যাপের কিছু কথাঃ হ্যাঁ, আমার চোখে পানি। নারীর চোখে যেমন পানি আছে তেমনি পুরুষের চোখে। হয়ত কমবেশী। তোমার কথা শুনে আমি কাঁদছি। তোমার শরীরটা শুধু সুন্দর না, মনটাও। আমি ভাবছি অপাত্রে প্রেম দান করি নি।
আপনারা খুব বড়লোক , তাইনা। জাকিয়া বলছিল, আপনার বাবা নাকি খুব কষ্ট করে আপনাকে শিক্ষিত করেছেন। বাংলা ইংরেজী শিক্ষা দিয়েছেন। দেননি আরবি শিক্ষা। যে শিক্ষা উভয় জাহানের কল্যাণ সাধিত হয়।
লেখক পরিচিতি চাঁদপুর জেলার কচুয়া থানার দোঘর গ্রাশে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৮১ সালে কাউছার আহ্মেদ জন্মগ্রহণ করেন।ছাত্রত্ব থাকা কালে পিতা-মাতার বড় সন্তান হওয়ার কারণে সংসারের হাল ধরতে গিয়ে বিদেশ যেতে বাধ্য হয়। প্রবাসজীবন ভালো লাগলো না তাঁর । দেশে চলে আসেন তিনি। অসামপ্ত লেখাপড়া সমাপ্ত করে পাশাপাশি শিক্ষকতার পেশাকে বেছে নেন। বর্তমানে তিনি গল্প, উপন্যাস, কবিতা এবং ছড়া নিয়ে ব্যস্ত সময় কাটান । তাঁর প্রথম প্রকাশিত বই ‘নন্দিত প্রেম’ একুশে বই মেলা -২০১১।