শহুরে ভাষায় হারিয়ে যেতে বসেছে আমাদের ঐতিহ্যবাহী আঞ্চলিক ভাষাগুলো। সিলেটরে আঞ্চলিক ভাষার অনেক কদর রয়েছে দেশ বিদেশে। নাগরী লিপি নিয়ে অনেক গবেষণাও চলেছে। সিলেটর আঞ্চলিক ভাষায় ছড়ার বই লিছেছে লুৎপুর রহমান। নানা মজার কথা ও হারানো শব্দ দিয়ে সাজানো হয়েছে তার বইটি। এটি পড়লে অতীত মনে পড়ে।