ইন্দ্রাণীর সাধনা নৈঃশব্দের। বাক্য নিক্তি মেপে। আখ্যান ছেনি হাতুড়ি দিয়ে কোঁদা। সেও এক ম্যাজিক, তবে অন্ধকারের। যেখানে পৃথিবীর কিমাকার ডায়নামোর পরে মহীনের ঘোড়ারা ঘাস খেতে আসে, এ সেসব এলাকার কাহিনী। হুড়োহুড়ি, গুঁতোগুঁতিতে ইন্দ্রাণী নেই। তার বাইরের যে অন্ধকার ইন্দ্রাণীর ম্যাজিক সেই অঞ্চলের। একাকী অভিযাত্রীর নৈঃশব্দের উড়ান তো একটুতে শেষ হবার নয়। নিঃস্তব্ধতার অনুরাগী যাঁরা আছেন, তাঁরাও এই যাত্রার সঙ্গী। তাঁদের জন্যই এই লেখা। যাঁরা পড়বেন, তাঁরা তৈরি থাকুন, কারণ এ বই পড়ারও প্রস্তুতি লাগে।