সমাজে প্রচলিত ভেজাল আমলের বিপরীতে প্রয়োজন নির্ভেজাল, সহীহ আমলের প্রচার-প্রসার। এদেশে ফযীলতের বয়ান মানেই যেন দুর্বল ও জাল হাদীসভিত্তিক কথাবার্তা। 'ফযীলতপূর্ণ আমল' আর 'আমলের ফযীলত'-এর মধ্যে পার্থক্য না করে আমাদের বুলি শেখানো হয়েছে 'ফযীলতের ক্ষেত্রে দয়ীফ হাদীস চলে'। অথচ এটা মুহাদ্দিসদের উসূলের অপপ্রয়োগ ছাড়া আর কিছু না।
ㅤ মুসলিম মাত্রই কুরআন তিলাওয়াতকারী। স্বাভাবিকভাবে কুরআন তিলাওয়াতে যেমন অক্ষরে অক্ষরে ১০টি নেকি রয়েছে তেমনি বিশেষ বিশেষ সূরা ও আয়াতসমূহের রয়েছে বিশেষ উপকারিতা ও সওয়াব। আলহামদুলিল্লাহ।
ㅤ আমরা যেন কুরআন মাজীদের বিভিন্ন সূরা ও বিশেষ আয়াতসমূহের সহীহ ফযীলত জেনে নিশ্চিন্তে আমল করতে পারি, সেই নেক নিয়তে আমাদের এই ছোট্ট বইটির প্রকাশ।