যুদ্ধে প্রতিটি দেশ এবং জাতিই যেমন তার নাগারিকদের নিরাপত্তার জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল তৈরী করে। সুরাতুল কাহফও তেমনই ফিতনার সময় মুমিনদের আশ্রয়স্থল। এই সুরার মাধ্যমে দাজ্জালের ফিতনা সহ প্রতিটি বড়বড় ফিতনা থেকে মুমিনরা নিরাপদ থাকতে পারে।
সুরা কাহফের পাঠকগণ দাজ্জালের ফিতনা ভালভাবে বুঝতে পারবে। তারা বুঝতে পারবে কারা বর্তমানে দাজ্জালের প্রতিনিধিত্ব করছে। কারা বর্তমানে মানুষকে তাদের দ্বীনি বিষয়ে ফিতনার জ্বালামুখে ঠেলে দিচ্ছে। কারা পরোক্ষ ও প্রত্যক্ষ্যভাবে নবুওয়্যাতের মিথ্যা দাবী করছে?