সাকসেস থ্রো এ পজেটিভ মেন্টাল এটিটিউট (হার্ডকভার)
একটি ইতিবাচক মনোভাব নিয়ে সাফল্য অর্জন করুন বইটি এমন নয় যে অনেক মনীষীদের উক্তি ও ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে ভরা। এমনকি এটা অনুপ্রেরণার উক্তিতেও যে ভরপুর তা নয়। অনেকের কাছে এটা সত্য নাও লাগতে পারে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটা এমন এক বই যা পাঠ করলে আপনি আপনার দুই পায়ে ভর দিয়ে উঠে দাঁড়াবেন এবং একটি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ আরম্ভ করবেন যতক্ষণ পর্যন্ত না আপনি সাফল্য অর্জন করছেন। কথাটা জাদুর মতো মনে হলেও এটা পুরোপুরি সত্য।
আমার সবচেয়ে ভালো লেগেছে নিজেকে ও অন্যকে অনুপ্রাণিত করার উপায়গুলো। আমি যদি নিজে নিজেকে আমার জীবনের একটি নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে অনুপ্রাণিত করতে পারি তবে সেটাই হবে সবচেয়ে উত্তম পন্থা। আর সেই কঠিন কাজটিই আমি শিখেছি এই বইটি পাঠ করে। দোয়া করি এই বইটি অন্য সকল পাঠককে জীবনকে আরও সুন্দরভাবে যাপন করতে সহায়তা করবে, যেমন এটি আমাকে সহায়তা করেছে। ধন্যবাদ।
বইটি আমাকে অনেক অনুপ্রানিত করেছে।বইটি সবচেয়ে ভালো দিক হলো কিভাবে নিজেকে এবং অন্যকে অনুপ্রানিত করা যায়। আমি মনে করি বইটি পড়ে আমি আরো এক ধাপ নিজেকে এগিয়ে নিলাম।