প্রত্যেক মানুষই জীবনে সফল হতে চায়, চায় সাফল্যের মুকুট মাথায় পরতে। কিন্তু কেন সবাই শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারে না? এর কারণ হলো তারা স্বপ্ন দেখেন, কিন্তু স্বপ্ন আর সাফল্যের মধ্যকার দূরত্ব জানেন না। জানেন না সাফল্যের সূত্র কী? তারা আরও জানেন না কখন দ্রুত কাজ করে জীবনে এগিয়ে যেতে হয়, আর কখন কৌশলী হয়ে একটু থেমে যেতে হয়- ভালো সুযোগের জন্য।
সফল হওয়ার জন্য ব্যক্তিকে প্রথমত নিজের সামর্থ্য ও দুর্বলতার জায়গাগুলো চিনতে হয়, জানতে হয় নিজের আগ্রহের জায়গা সম্পর্কে। এরপর ব্যক্তিকে একটি ভিশন দাঁড় করাতে হয়- তিনি জীবনে কী হতে চান বা করতে চান। তারপর সেই ভিশনের ভিত্তিতে একটি কর্ম-পরিকল্পনা তৈরি করে কাজ করতে হয়। একইসঙ্গে জানতে হয় বিভিন্ন মনীষী ও সফল ব্যক্তিদের জীবন ও তাদের সাফল্যের সূত্রাবলি।
আশার কথা হলো, সাকসেস প্রিন্সিপল্স অব সাকসেসফুল ম্যান বইটি এক্ষেত্রে সহায়তা করতে এগিয়ে আসবে। বইটি পড়ার মাধ্যমে জানা যাবে বিশ্বখ্যাত পঁচিশজন ব্যক্তির সংক্ষিপ্ত জীবনী, তাদের সাফল্যের সূত্রাবলি এবং তাদের সাফল্য বিষয়ক ও অনুপ্রেরণামূলক বাণী, যা পড়ে ও জেনে পাঠক অনুপ্রাণিত হবেন এবং জীবনে সফল হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় নির্দেশনা পাবেন।
নেসার আমিন
নেসার আমিন একজন লেখক, অনুবাদক এবং কনটেন্ট ক্রিয়েটর, যিনি ১৯৮৬ সালে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এ.টি.এম রুহুল আমিন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং মাতা বেগম হাসিনা খোন্দকার একজন গৃহিণী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক ও মাস্টার্স সম্পন্ন করার পর, নেসার আমিন 'চ্যানেল টুয়েন্টি ফোর'-এর নিউজ রুম এডিটর হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত তিনি 'দি হাঙ্গার প্রজেক্ট'-এর প্রোগ্রাম অফিসার এবং 'সুজন'-এর সহযোগী সমন্বয়ক হিসেবে কাজ করেন, বর্তমানে 'ন্যাশনাল ইন্টারেস্ট অব বাংলাদেশ (এনআইবি)'-এর সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর মৌলিক ও অনুবাদকৃত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হলো *বিদ্যুৎ জ্বালানি ও সমকালীন প্রসঙ্গ*, *বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা ও ফলাফল*, *দ্য অ্যালকেমিস্ট* (অনুবাদ) ও *রিচ ড্যাড পুওর ড্যাড* (অনুবাদ)।
Title :
সাকসেস প্রিন্সিপলস অব সাকসেসফুল ম্যান (হার্ডকভার)