ফ্ল্যাপের কিছু কথাঃ আমাদের প্রাত্যহিক জীবনে, বিশেষ করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, পেশাগত ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অনুসরণীয় আচার-আচরণ, বেশভুষা, আহার, আতিথেয়তা, আলাপচারিতা ইত্যাদি সম্পর্কে জানা ও অনুশীলন করার গুরুত্ব অনস্বীকার্য। সুন্দর ও সু-সামঞ্জস্যপূর্ণ ব্যক্তিত্ব গঠনে এগুলির প্রয়োজনীয়তা অপরিসীম। বস্তুত এগুলি ছাড়া একজন ব্যক্তি শিক্ষিত হতে পারেন বটে, তবে সুশিক্ষিত হিসেবে বিবেচিত হওয়া সুকঠিন। কিন্তু বর্তমানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এ সকল বিষয়ের ওপর তেমন কোন আনুষ্ঠানিক শিক্ষা অথবা বই-পুস্তকের ব্যবস্থা নেই। এক্ষেত্রে ‘সু-আচরণ ও সৌজন্যবোধ’ শীর্ষক এ পুস্তকটি সকল পাঠক, বিশেষ করে শিক্ষার্থীদের জন্যে, অত্যন্ত প্রয়োজনীয় ও উপকারী হিসাবে বিবেচিত হতে পারে।