’স্ত্রী’ -বইয়ের উপন্যাস সূচী * স্ত্রী * স্ত্রী জাতক * স্ত্রীলোক * বেনারসী
বিমল মিত্র
বিমল মিত্রের জন্ম ১৮ মার্চ ১৯১২ কলকাতায়। পিতা সতীশচন্দ্র মিত্র। শিক্ষা: চেতলা স্কুল, আশুতােষ কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়। রেলে চাকরি করতে করতে সাহিত্যচর্চা। প্রথম উপন্যাস ‘ছাই'। পাঁচের দশকে ‘সাহেব বিবি গােলাম’ উপন্যাস লিখে বিখ্যাত হয়ে ওঠেন। এরপর রেলের চাকরি ছেড়ে পুরােপুরি সাহিত্যসৃষ্টিতে আত্মনিয়োেগ। তার অন্যান্য বিখ্যাত উপন্যাস কড়ি দিয়ে কিনলাম’, ‘একক দশক শতক’, ‘চলাে কলকাতা’ ‘পতি পরম গুরু’ ইত্যাদি। প্রায় পাঁচশােটি গল্প ও শতাধিক উপন্যাসের লেখক শ্রীমিত্র তাঁর ‘কড়ি দিয়ে কিনলাম' গ্রন্থের জন্য ১৯৬৪ সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত। এ ছাড়াও বহু পুরস্কার ও সম্মান লাভ করেন। তাঁর রচনা ভারতের বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে এবং নানা দৃশ্যমাধ্যমে রূপায়িত হয়েছে। প্রয়াণ: ২ ডিসেম্বর ১৯৯১।