স্টিফেন হকিং শুধু তাত্ত্বিক পদার্থবিদ বা পৃথিবী-বিখ্যাত বিজ্ঞানীই ছিলেন না, একই সঙ্গে তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে সুপরিচিত শারীরিক প্রতিবন্ধী এক ব্যক্তি। একদিকে তার ছিল অসাধারণ মেধা, অন্যদিকে ছিল অচল দেহ। হকিংয়ের বয়স যখন ২১ বছর, তখন তিনি বিরল মােটর নিউরন ডিজিসে আক্রান্ত হন। এ কারণে একসময় তিনি হুইলচেয়ারে বন্দি হয়ে পড়েন। শরীর হুইলচেয়ারে বন্দি হলেও হকিংয়ের চিন্তার জগৎ ছিল অবারিত। নিশ্চল দেহ নিয়ে কৃত্রিম কণ্ঠে কথা বলে হকিং পৌঁছে যান তার চিন্তার সর্বোচ্চ শিখরে। দীর্ঘদিন ধরে প্রাণঘাতী মােটর নিউরন ডিজিসের সঙ্গে লড়াই করে বেঁচে থেকেও তিনি সমকালের অন্যতম বিজ্ঞানচিন্তক ও ভবিষ্যদ্রষ্টায় পরিণত হন । ব্ল্যাক হােল, আপেক্ষিকতা, মহাবিশ্বের উৎপত্তি ও পরিণতি নিয়ে গবেষণার জন্য সারা পৃথিবীর অনুসন্ধিৎসু মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন স্টিফেন হকিং। সৃষ্টিতত্ত্ব, মহাবিশ্ব বা মানুষের ভবিষ্যৎ সম্পর্কে হকিং কী বলেন সে বিষয়ে আর সবার মতাে আমারও আগ্রহ ছিল প্রচুর। হুইলচেয়ারে বন্দি একজন মানুষ মহাবিশ্বের জটিল সব রহস্যের ব্যাখ্যা কী করে দিতে পারেন সে ভাবনা সকলের মতােই আমাকেও আক্রান্ত করে। মূলত এ কারণেই এই বিরল প্রতিভার জীবন সম্পর্কে জানতে আগ্রহী হই। সেই আগ্রহ থেকে প্রাপ্ত তথ্যের সঙ্কলনই এই বই। যেসব উৎস থেকে এ বইয়ের জন্য তথ্য সংগ্রহ করা হয়েছে সেগুলাের লেখক, অনুবাদক, প্রকাশক ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্টিফেন হকিং, তার ব্যক্তিগত ও কর্মজীবন, মহাবিশ্বের জন্ম ও ভবিষ্যৎ সম্পর্কে জানতে আগ্রহী পাঠকদের বইটি ভালাে লাগবে বলে বিশ্বাস করি।
জহিরুল ইসলাম
জহিরুল ইসলাম। জন্ম ৩০শে মে ১৯৬৯; পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামে। বাবা মৃত আনছার উদ্দিন আহমেদ, মা পিয়ারা বেগম। পেশা সাংবাদিকতা। দৈনিক জনকণ্ঠ, আমার দেশ, সকালের খবর ও বাংলাদেশের খবরের সম্পাদনা বিভাগে কাজ করেছেন দুই যুগেরও বেশি। বর্তমানে দৈনিক আলোকিত বাংলাদেশের সম্পাদনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত। জহিরুল ইসলাম মূলত শিশুসাহিত্যিক। তিনি বিশ্বাস করেন, শিশুমনে ভালো কিছু গেঁথে দিতে পারলে তার রেশ থেকে যায় আজীবন। ছোটোগল্প, শিশু-কিশোর উপযোগী গল্প, উপন্যাস, জীবনী রচনা ও অনুবাদসহ ছোটোদের পাঠোপযোগী সব ধরনের প্রকাশনার এক আলাদা ভুবন গড়ে তোলার উদ্দেশ্য রয়েছে তার। এ লক্ষে বিভিন্নমুখী তার লেখালেখির জগৎ। তার উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে : বাংলা ভাষা ও বানানের সহজপাঠ, বাংলাদেশের লোকপ্রিয় খেলাধুলা, কিশোর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কুয়াশা ঢাকা দিন, ছোটোদের গল্পের বই এক যে ছিল হরিণছানা, পরির নাম নিকিতা, যাদুর তীর, জীবনীগ্রন্থ স্টিফেন হকিং ইত্যাদি।