<b>ভূমিকা</b><br> স্মৃতি থেকে উঠে আসা আমার ‘শৈশব’ গ্রন্থটি আমার শৈশব স্মৃতিচারণমূলক দ্বিতীয় গ্রন্থ। ‘পুতুল খেলার দিনগুলি’ এর আগে বের হয়েছে আমার আর একটি গ্রন্থ এই শৈশবকে কেন্দ্র করেই। এ দু’টি গ্রন্থ একটি অপরটির পরিপূরক। এছাড়া শিশুদের জন্য রচনা করেছি কয়েকটি শিশুতোষ কবিতা ও ছড়ার বই। শিশুদের মনের সাম্রাজ্যে আমার নিয়ত বিচরণ। তাই, ঘুরে ফিরে আমি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ রচনার পাশাপাশি শিশু সাহিত্য-রচনায় নিমগ্ন হই।<br><br> আমরা জানি স্মৃতি ঝাঁপিতে শৈশবের স্বর্ণময় মুহূর্তগুলো সবার মনেই ঘুমিয়ে থাকে। সময়ের হাত ধরে সেসব মুহূর্ত কোন কোন সময় সামনে এসে দাঁড়ায়। আমার কলম কখনো স্মৃতিচারণা, কখনো শিশুতোষ কবিতা, ছড়া, গল্প, শিশু কাব্য নাটক!<br><br> আমার লেখক জীবনের এই শিশু-সাহিত্য রচনাকে আমি কতিা, গল্প, প্রবন্ধ, নিবন্ধ, আত্মজীবনী লেখার পাশাপাশি সমান গুরুত্ব দিয়ে এসেছি। আমার লেখায় এসব শিশু মনোজগতে অনুভূতি স্থান করে নিয়েছে। তাই, আজ আমার এ গ্রন্থের রচনা।<br><br> - লেখক