শ্রেষ্ঠ মানুষ গড়ার বাণী(সোনামণিদের জন্য) এটি বাংলাদেশের শিশু-কিশোরদের জন্য হাদীস শেখার উদ্দেশ্যে রচিত একটি বই। প্রতিটি হাদীস সহিহ হওয়ার বিষয়টি নিশ্চিত করে এই বইটিতে স্থান দেয়া হয়েছে। বইটি যাতে বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুলসহ সাধারণ স্কুল ও মাদ্রাসায় সহপাঠ হিসেবে পড়ানো যায় সে বিবেচনায় করা হয়েছে। যে সব শিশু-কিশোর স্কুল বা মাদ্রাসায় যায় না তারাও এই বই থেকে যাতে হাদিসের জ্ঞান অর্জন করতে পারে সেদিকে বিশেষ খেয়াল রাখা হয়েছে।
ছোট ছোট হাদিস সংকলন করা হয়েছে। প্রথম দিকে সবচেয়ে ছোট হাদিস এবং পর্যায়ক্রমে কিছুটা বড় হাদিস সংকলন করা হয়েছে। কোন কোন ক্ষেত্রে পূর্ণাঙ্গ হাদিস না এনে হাদিসের গুরুত্বপূর্ণ অংশ স্থান দেয়া হয়েছে। প্রতিটি হাদিসের আরবি ইবারত উল্লেখসহ বাংলা ও ইংরেজিতে অনুবাদ করা হয়েছে এবং দুই ভাষাতেই ৫টি শিক্ষা অত্যন্ত সহজ ভাষায় উল্লেখ করা হয়েছে।
এ বইটিকে সামনে রেখে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ৪০/৫০টি মুখস্ত হাদিস প্রতিযোগীতার ব্যবস্থা করতে পারবে। আলীয়া হিফয ও নূরানী মাদ্রাসা সিলেবাস করে শিক্ষার্থীদের হাদিসে পারদর্শী করে গড়ে তুলতে পারবেন।
পরিবারে কুরআন ও সুন্নাহ থেকে আলোচনা করার জন্য এ বইটি থেকে একটি অংশ কেউ পাঠ করে তার শিক্ষা উপস্থাপন করে পারিবারিক বৈঠককে প্রাণবন্ত করতে পারবেন।
আমার জানা মতে স্কুল-মাদ্রাসায় প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং শিশু-কিশোরদের উপোযোগী করে বাংলাদেশে এটিই প্রথম ও একমাত্র বই।
এর মাধ্যমে একদল আদর্শ শিশু গড়ে ইঠবে সেটাই আমাদের প্রত্যাশা।