Spoken English এর A To Z
ইংরেজিতে কথা বলার অনেক রীতিনীতি আছে যা এই বইটি পড়ে ভালো ভাবে জানতে পারলাম। অনেক উদাহরণ দিয়ে লেখক ইংরেজিতে কথা বলার বিভিন্ন নিয়ম ব্যাখ্যা করেছেন যা আমার অনেক ভালো লেগেছে। বোঝানোর জন্য সহজ-সাবলিল ভাবে সব কিছু উপস্থাপন করেছেন। প্রাত্যহিক জীবনে এই বইটি বেশ কাজে লাগবে বলে আমি মনে করি।
ক্যারিয়ারের উচ্চ শিখরে উঠতে সার্টিফিকেটের পাশাপাশি চাই সফট স্কিল ডেভেলপমেন্ট। আর সফট স্কিল ডেভেলপমেন্টের গুরুত্বপূর্ণ ধাপ যোগাযোগের মাধ্যম হিসেবে ইংরেজি ভাষাকে রপ্ত করা। ইংরেজি ভাষা নিয়ে শিক্ষার্থী, পেশাজীবী, ব্যবসায়ী বা প্রবাসীদের যে জায়গায় বেশ চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় তা হলো- প্রাত্যহিক জীবনের অনুভূতি প্রকাশ, কথোপকথন ও প্রতিদিন ব্যবহৃত সকল ভোকাবুলারি ও বাক্য তৈরির প্যাটার্ন নিয়ে। আপনার ইংলিশ ভীতিদূর করার হাতিয়ার বলতে পারেন। আপনার দৈনন্দিন জীবনে সচারচর ব্যবহৃত ১০০০ এর অধিক শব্দ এবং বাক্য গঠনে সহজ কৌশল। যা আপনার ইংলিশ উচ্চারণ মসৃণ করবে।
Spoken english a to z,,,,, ইংরেজি ভাষা শেখা যে অপরিহার্য তা বর্তমান যুগের ছাত্রছাত্রীরা সকলেই অবগত। তবে #BASIC ঠিক না থাকার কারনে অনেকেই ভীত থাকে এবং ভাবে - ইংরেজিতে কথা বলতে পারব কি পারবনা? "Spoken English এর A to Z" বইটি এমন ভাবে বাংলা সহ বিন্যাশ করা হয়েছে যে বইটি হাতে নিয়েই আপনার কাছে মনে হবে আপনি সাব্বির স্যারের কাছে বসে ইংরেজি শিখছেন। আপনি যদি english Spoken এ দূর্বল থাকেন তাহলে এই বইটি আপনার জন্য উপযোগী হবে কারণ,,,, যেকোন Conversation তৈরি করতে ESSENTIAL SENTENCE PATTERNS ব্যাখ্যা ও উদাহরণ সহ FLUENCY maintain করে কিভাবে সকল পরিস্থিতিতে কথা বলার যায় তার CONVERSATION SAMPLES (ব্যাখ্যাসহ) টি চমৎকার গাইডলাইন ইংরেজি শেখার স্পোকেন ইংলিশের জন্য বাছাইকৃত ১০০০+ Vocabulary ১৮টি অডিও যা আপনার উচ্চারণ ভালো করতে সাহায্য করবে আরো জানতে পারবেন - কিভাবে Listening / Reading Skill এর সাহায্য নিয়ে স্পোকেন ইংলিশ ঠিক করা যায়। ইংরেজি ভাষাদক্ষতার খুঁটিনাটি বিষয়, কিভাবে এই ভাষায় নিজের দক্ষতা বাড়ানো যায় তা নিয়ে লিখা “Spoken English এর A To Z” বইটি অবশ্যই আপনার ইংরেজি ভাষায় কথা বলার পথকে সহজ করবে। তাই এই বইটি আপনার ভবিষ্যত জীবন গঠনে অনেক কাযকর হবে আশা করি,,,,
Khub Shojei Apni english sopke korte parben Spoken English এর A To Z boita theke
আমি বই টা মাত্র কিনলাম/// তাই রিভিউ কি দেব !! ভাবসেন এটাই বলব , না ! আমি বলব যে আমার দেখা বাংলাদেশ এর সবচেয়ে স্মার্ট অ্যান্ড ট্যালেন্ট স্যার এর নাম সাব্বির সরকার। আর উনি যেই বই ই বের করুক সেটা যে নিসসন্দেহে ভাল হবে, এটা বলার অপেক্ষা রাখেনা। দয়া করি সার এর জন্য আল্লাহ জেন অনাকে সুস্থ রাখেন।
Great
আমি বই টা মাত্র কিনলাম/// তাই রিভিউ কি দেব !! ভাবসেন এটাই বলব , না ! আমি বলব যে আমার দেখা বাংলাদেশ এর সবচেয়ে স্মার্ট অ্যান্ড ট্যালেন্ট স্যার এর নাম সাব্বির সরকার। আর উনি যেই বই ই বের করুক সেটা যে নিসসন্দেহে ভাল হবে, এটা বলার অপেক্ষা রাখেনা। দয়া করি সার এর জন্য আল্লাহ জেন অনাকে সুস্থ রাখেন।