একজন ভালো বক্তা জন্ম থেকেই কেউ হয়ে আসে না, বরং হয়ে উঠতে হয়। বক্তৃতা নিয়ে মানুষের মনে ব্যাপক ভয় কাজ করে থাকে। মানুষের সামনে কথা বলার সময় চলে আসে নানারকম দ্বিধাদ্বন্দ্ব। এই কারণে বহু মানুষই বক্তৃতা দিতে পারে না। অথচ জোরালো কমিউনিকেশনের শক্তিশালী উপায় হচ্ছে বক্তৃতা দেয়া। বক্তৃতার দ্বারা বিপুল সংখ্যক মানুষকে প্রভাবিত করা সম্ভব। রাজনৈতিক ময়দান থেকে কর্পোরেট সেক্টর সব জায়গাতেই বক্তৃতার মূল্য রয়েছে। কিন্তু বহু মানুষ বক্তৃতা না জানার কারণে পিছিয়ে পড়ে। এসব মানুষের জন্যই বক্তৃতা শেখার পারফেক্ট বই হচ্ছে ‘স্পিকিং ব্লুপ্রিন্ট’। বইটিতে বক্তৃতা শেখার দুর্দান্ত সব উপায় বর্ণনা করা হয়েছে। আপনি যদি হয়ে থাকেন বক্তৃতা শিখতে চাওয়া একজন ব্যক্তি, তাহলে বইটি আপনার জন্যই।